সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, মানসিক প্রশান্তি বজায় থাকবে। আজ ধৈর্য রাখুন সব কাজে। আজ কাশি ও সর্দির সমস্যা হতে পারে। আজ নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। আজ কেরিয়ার সংক্রান্ত কাজে নতুন মোড়় আসতে পারে।