সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। আজ সাফল্য আসবে সব কাজে। আজ পারিবারিক পরিবেশ সুখের হবে। আজ আপনার রাগ রাখুন নিয়ন্ত্রণে। আজ অন্যদের কথায় বিশ্বাস করবেন না।