সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ প্রিয়জনের সঙ্গে দেখা সুখের হবে। আজ নিজেপ ভুল থেকে শিক্ষা নিন। আজ মানসিক চাপ দেখা দিতে পারে। আজ কর্মক্ষেত্রে নিজের কাজে খেয়াল রাখুন। আজ অস্থিরতা ও মাথা ঘোরার সমস্যা হতে পারে।