সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ১-র জাতক জাতিকারা আজ উদ্যমী ও আত্মবিশ্বাসী বোধ করবেন। এই সময় কর্মজীবনে হবে উন্নতি। আপনার কাজের স্বীকৃতি পাবেন। বিচক্ষণতার সঙ্গে সব কাজ করুন।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ২-র জাতক জাতিকারা, মানসিক ভারসাম্য বজায় রাখুন। আজ নিজের কাজে উপকৃত হবেন। ধ্যান ও যোগব্যায়ামের মাধ্যমে পাবেন মানসিক শান্তি।