সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, বাড়িতে নিকটাত্মীয়ের আনাগোনা হবে। আজ আটকে থাকা কাজে গতি আসবে। আজ আটকে থাকা টাকা উদ্ধার হবে। আজ গ্রহের অবস্থা অনুকূল হবে। বিকেলের পর কোনও অপ্রীতিকর খবর পেতে পারেন। আজ সব কাজে সাবধান হন।