সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, শান্তিপূর্ণ ও ফলপ্রসূ দিন। আজ নতুন প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায় সাফল্য আসবে। আজ স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো হবে। আজ প্রেমের সম্পর্ক ভালো হবে।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, বন্ধুদের থেকে ভালো খবর পেতে পারেন। আজ দিন ভালো কাটবে। আজ কাজের চাপ বাড়তে পারে। আজ দাম্পত্য সম্পর্ক সুখের হবে। আজ সব কাজে সাবধান থাকুন।