সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সব কাজে আসবে সাফল্য। আজ কর্মক্ষেত্রে নতুন কাজে হাত দিতে পারেন। আজ প্রভাবশালী ব্যক্তির দ্বারা লাভবান হবেন। আজ ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। আজ আত্মীয়দের সঙ্গে সাক্ষাত হবে।