সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, মহিলারা বাড়ির কাজে আগ্রহ পাবেন। আজ প্রিয়জনের সঙ্গে দেখা হতে পারে। আজ জ্বরের সমস্যায় ভুগতে পারেন। আজ বিনোদনে দিন কাটবে। আজ মনের ইচ্ছা পূরণ হবে। আজ কারও সঙ্গে যোগাযোগের সময় সতর্ক হন। আজ ব্যবসায় হবে উন্নতি।