সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ ভিতর থেকে শক্তি অনুভব করবেন। সব কাজে পূর্ণতা আসবে। আজ চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। আজ সামান্য পিছিয়ে পড়লে বড় ক্ষতি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে আসবে গতি।