সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ১-র জাতক জাতিকার সৃজনশীল বহুমুখিতা প্রকাশ পাবে। আজ মানসিক ভাবে ও শারীরিক ভাবে পরীক্ষা করবে। এই সময় স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় দূর থেকে প্রত্যাশিত অর্থ বেশ সহজে আসবে।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ২-র জাতক জাতিকার দিন কাটবে সুখে। আজ সব কাজে আসবে সাফল্য। আজ তীব্র মাথা ব্যথা অনুভব করবেন। আজ বিশ্রাম নিন।