Numerology predictions: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা

Published : Jan 28, 2026, 07:27 AM IST

প্রখ্যাত জ্যোতিষীর গণনার বিচারে দেখে নিন আজকের দিন কেমন কাটবে আপনার। কোন তারিখে জন্মগ্রণকারী ব্যক্তির জন্য দিনটি ভালো আর কার জন্য কঠিন। 

PREV
15

সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ১-র জাতক জাতিকার সৃজনশীল বহুমুখিতা প্রকাশ পাবে। আজ মানসিক ভাবে ও শারীরিক ভাবে পরীক্ষা করবে। এই সময় স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় দূর থেকে প্রত্যাশিত অর্থ বেশ সহজে আসবে।

সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ২-র জাতক জাতিকার দিন কাটবে সুখে। আজ সব কাজে আসবে সাফল্য। আজ তীব্র মাথা ব্যথা অনুভব করবেন। আজ বিশ্রাম নিন।

25

সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৩-র জাতক জাতিকাদের সময়ের সঙ্গে সঙ্গে অর্থ ব্যয় হবে। আজ বিনিয়োগের জন্য দিন ভালো। আজ সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে।

সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৪-র জাতক জাতিকাদের সরকারি কাজে বাড়বে জটিলতা। আজ দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনও জটিলতা থেকে পাবেন মুক্তি। আজ সব কাজে আসবে সাফল্য।

35

সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৫-র জাতক জাতিকাদের দিন কাটবে আনন্দে। আজ ক্লান্তি দেখা দিতে পারে। আজ প্রেমের ক্ষেত্রে দিনটি উল্লেখযোগ্য। আজ অর্থপ্রাপ্তি হতে পারে।

সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৬-র জাতক জাতিকাদের পারিবারিক কলহ আজ আসবে নিয়ন্ত্রণে। আজ মেজাজ রাখুন নিয়ন্ত্রণে। আজ সব কাজে থাকুন সতর্ক।

45

সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৭-র জাতক জাতিকাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ হতে পারে। আজ পেটের সমস্যা হতে পারে। আজ হালকা খাবার খান। কোনও বসের সঙ্গে মত পার্থক্য হতে পারে।

সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৮-র জাতক জাতিকাদের পারিবারিক জীবনে ভালো কাটবে। আজ শারীরিক ও মানসিক শক্তি থাকবে তুঙ্গে। আজ আপনার সঙ্গী সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।

55

সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)

সংখ্যা ৯-র জাতক জাতিকারা আজ ভাই-বোনদের সমর্থনে উৎসাহিত হবেন। আজ সঙ্গীর সঙ্গে চলতে থাকা বিবাদ মিটে যাবে। আজ দাম্পত্য জীবনে আসবে সুখ।

Read more Photos on
click me!

Recommended Stories