সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, চলতে থাকা সমস্যা থেকে মিলবে মুক্তি। এই সময় দাম্পত্য সম্পর্ক সুখের হবে। এই সময় পারিবারিক কাজে হস্তক্ষেপ করতে পারেন। পরিবারে কারও বিয়ের আয়োজন হতে পারে।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সম্মানিত ব্যক্তিদের সঙ্গে সময় কাটবে। এই সময় স্বাস্থ্য ঠিক থাকবে। এই সময় অহং রাখুন নিয়ন্ত্রণে। এই সময় সব কাজে আসবে সাফল্য।