প্রখ্যাত জ্যোতিষী চিরাগ দারুওয়ালার গণনার বিচারে দেখে নিন আজকের দিন কেমন কাটবে আপনার। কোন তারিখে জন্মগ্রণকারী ব্যক্তির জন্য দিনটি ভালো আর কার জন্য কঠিন।
সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ ভাবনায় সৃজনশলতা আসবে। আজ নতুন ধারণা মাথায় আসবে। আজ রাগ ও একগুঁয়ে স্বভাব রাখুন নিয়ন্ত্রণে। আজ কমিশন ও বীমা ব্যবসায় লাভবান হবেন।
29
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, হতাশার মধ্যে দিন কাটবে। আজ আর্থিক জটিলতা দেখা দেবে। আজ মার্কেটিং-র কাজে ব্যয় হবে। আজ আত্মীয়দের কারণে হতাশ হতে পারেন। ভ্রমণে যেতে পারেন।
39
সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, পড়াশোনার কারণে ব্যস্ত থাকবেন। কর্মক্ষেত্রে কিছু উত্থান হতে পারে। আজ আয়ের উৎস বাড়বে। আজ সকল সমস্যা সমাধান হবে। আজ নেতিবাচক বিষয়কে প্রাধান্য দেবেন না।
49
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সম্মানিত ব্যক্তির সান্নিধ্যে আসবেন। আজ আর্থিক অবস্থা উন্নত হবে। আজ কর্মক্ষেত্রে উন্নতি হবে। আজ অহং রাখুন নিয়ন্ত্রণে।
59
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, সন্তানের সকল সমস্যা সমাধান হবে। আজ বিবাহ সুখের হবে। আজ অলসতাকে আপনার ওপর আধিপত্য বিস্তার করতে দেবেন না। আজ লেনদেনের সময় কঠিন শব্দ ব্যবহার করবেন না।
69
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, অতিরিক্ত কাজের কারণে ব্যস্ত থাকতে পারেন। আজ ব্যবসার কাজে হবে উন্নতি। আজ আর্থিক লেনদেনের বিষয় সতর্ক হন। আজ আধ্যাত্মিক কাজে ব্যয় হবে।
79
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, কারও সঙ্গে ঝগড়া করবেন না। আজ ব্যবসার কাজে হবে উন্নতি। আজ প্রেমিকার সঙ্গে চলতে থাকা ভুল বোঝাবুঝি দূর হবে। আজ ধর্মীয় স্থানে যেতে পারেন।
89
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আশেপাশের কাজে সময় নষ্ট করবেন না। আজ আত্ম-প্রতিফলনে সময় ব্যয় হবে। মানসিক চাপ থেকে দূরে থাকুন। আজ ব্যবসায় নতুন ভাবনা আসতে পারে। আজ সামাজিক কাজে সক্রিয় হবে।
99
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, চলতে থাকা মানসিক চাপ থেকে মিলবে মুক্তি। আজ ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আজ কাজের নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন। আজ মিথ্যা অভিযোগ এড়িয়ে চলুন। আজ মেজাজ খারাপ হতে পারে কোনও কারণে।