সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, দিনটি ভালোভাবে শুরু হবে। আজ আত্মবিশ্বাস বজায় থাকবে। আজ নিজের সাধ্যমতো চেষ্টা করুন। আজ ধৈর্য রাখুন সব কাজে। আজ নিজের সকল পরিকল্পনা বাস্তবায়িত হবে। আজ ধর্মীয় ও সামাজিক কাজের দায়িত্ব বাড়বে।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আধ্যাত্মিক কাজে আগ্রহ জাগবে। আজ যুবকদের কেরিয়ার সম্পর্কিত কাজে উন্নতি হবে। আজ মার্কেটিং-র কাজে হবে উন্নতি। আজ সব কাজে আসবে সাফল্য। আজ আর্থিক অবস্থা হবে উন্নত।