সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ সব কাজে পাবেন উৎসাহ। আজ নতুন চ্যালেঞ্জের সামনে আসতে পারেন। আজ আটকে থাকা অর্থ পেতে পারেন। আজ সব কাজে জয় লাভ করবেন।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, দিনটি আর্থিক উন্নতির মধ্যে দিয়ে কাটবে। কর্মক্ষেত্রে সময় ব্যয় হবে। আজ শিশুদের কাজের ওপর নজর রাখুন। আজ সকলের সঙ্গে সুসম্পর্ক থাকবে।