সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, দিন কাটবে কাজে। আজ মানসিক চাপ ও উদ্বেগ দেখা যেতে পারে। এই সময় স্বামী-স্ত্রীর সম্পর্ক উন্নত হবে। আজ বন্ধুদের সঙ্গে ভ্রমণে যেতে পারেন। আজ ব্যবসার কাজে হবে উন্নতি।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আত্ম প্রতিফলনে দিন কাটবে। আজ জীবনসঙ্গীর থেকে পূর্ণ সমর্থন পাবেন। আজ অলসতা অনুভব করবেন। আজ নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন। আজ রাগ রাখুন নিয়ন্ত্রণে। আজ সব কাজে ধৈর্য রাখলে হবে উন্নতি।