সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, ধর্মীয় কাজে সময় কাটবে। আজ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে। আজ স্বামী-স্ত্রীর একে অপরকে সম্মান করুন। আজ রাগ রাখুন নিয়ন্ত্রণে। আজ নতুন চুক্তি সাক্ষর করতে পারেন।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, দিন কাটবে সফল ভাবে। আজ ব্যবসার কাজে হবে উন্নতি। আজ অলসতার কারণে বিপাকে পড়তে পারেন। আজ কর্মের পরিকল্পনা করতে পারেন।