সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, আজ গোটা দিন ছুটিতে কাটবে। আজ প্রিয় বন্ধুর সঙ্গে সাক্ষাত হবে। আজ মনে ইতিবাচক চিন্তা রাখুন। আজ আত্মবিশ্বাস বজায় থাকবে। আজ ব্যবসায় অতিরিক্ত কাজের কারণে চাপ বোধ করতে পারেন।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
গণেশ বলেছেন, প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হবে। আজ বিশ্রামের জন্য সময় বের করতে পারবেন। আজ বাড়িতে ব্যবসার কাজে আলোচনা হবেয আজ ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে পারবেন।