সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
জ্যোতিষ মতে, দীর্ঘদিনের চলতে থাকা উদ্বেগ থেকে মিলবে মুক্তি। এই সময় ব্যবসায় নতুন চুক্তি সাক্ষার করতে পারেন। বাড়ির পরিবেশ মনোরম হবে। রাগ রাখুন নিয়ন্ত্রণে।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
দিন কাটবে সফল ভাবে। এই সময় কাজে হবে উন্নতি। এই সময় ইতিবাচক ও নেতিবাচক উভয় চিন্তা মাথায় আসবে। অলসতা দূরে রাখুন। জমি সংক্রান্ত কাজে হবে উন্নতি।