মেষ রাশির সঙ্গে তুলা রাশির মিল হয়। সিংহ ও ধনু রাশির মতো প্রভাবশালী রাশির সঙ্গেও সম্পর্ক সুখের হয়। তবে, মেষ রাশির সঙ্গে তুলা রাশির বিয়ে হলে সেই বিয়ে হয় সফল বিয়ে।
বৃষ রাশি ও কন্যা রাশি
বৃষ রাশির সঙ্গে কন্যা রাশির মিল হয় বিস্তর। দুজনের মনের মিল হয় তেমনই এদের মধ্যে রোম্যান্টিক সম্পর্ক বজায় থাকে সব সময়। এই দুই রাশি আবেগপ্রবণ হয়ে থাকে। এদের দাম্পত্য সম্পর্ক হয় খুবই দৃঢ়।
মিথুন রাশি ও ধনু রাশি
কৌতুকপূর্ণ, হাস্যকর ও সৃজনশীল মানসিকতার অধিকারী হন মিথুন রাশি। এই রাশির সঙ্গে ধনু রাশির সম্পর্ক হয় বেশ সুখের। দুজনেই স্বাধীন মনের মানুষ হন। একে অপরকে সম্মান করতে পারেন। মিথুন রাশি ও ধনু রাশির বিয়ে হয় সুখের।
কর্কট রাশি ও বৃষ রাশি
দীর্ঘমেয়াদী সম্পর্ক বিশ্বাসী কর্কট রাশির ছেলে মেয়েরা। এরা সংবেদনশীল ও আবেগপ্রবণ স্বভাবের হয়ে থাকেন। এই রাশির সঙ্গে বৃষ রাশির মিল হয় বিস্তর। কর্কট রাশি ও বৃষ রাশির বিয়ে হয় সুখের।
সিংহ রাশি ও মেষ রাশি
সিংহ রাশি জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। এদের সঙ্গে মেষ রাশির মিল হয় বিস্তর। সিংহ রাশি ও মেষ রাশির সম্পর্ক হলে সেই সম্পর্ক চিরস্থায়ী হয় ও দাম্পত্য জীবন হয় সুখের।
কন্যা ও বৃশ্চিক রাশি
কন্যা রাশির ছেলে মেয়েরা উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় স্বভাবের হন। এই রাশির সঙ্গে বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন হয় সুখের। এরা দুজনের আবেগপ্রবণ স্বভাবের। এদের মানসিকতার মিল হয় বিস্তর।
তুলা রাশি ও মিথুন রাশি
তুলা রাশির ছেলে মেয়েরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশি সঙ্গে মিথুর রাশির মিল হয় বিস্তর। এরা দাম্পত্য সম্পর্ক হয় সুখের।
বৃশ্চিক রাশি ও মীন রাশি
রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। এদের সঙ্গে মীন রাশির মিল বয় বিস্তর। এই দুই রাশির বিয়ে হয় সুখের।
ধনু রাশি ও কুম্ভ রাশি
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ছেলে মেয়েরা স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। এদের সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকার বিয়ে হলে তা হয় সুখের।
মকর রাশি ও কন্যা রাশি
রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এদের সঙ্গে কন্যা রাশির দাম্পত্য সম্পর্ক হয় সুখের। রোম্যান্টিক স্বভাবের মানুষ হন মকর রাশির ছেলে মেয়েরা। সঙ্গীর প্রতি সব সময় এরা দায়িত্ব পালন করে থাকেন এরা।
কুম্ভ ও তুলা রাশি
রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। এই কুম্ভ রাশির সঙ্গে তুলা রাশির দাম্পত্য সম্পর্ক হয় সুখের। এদের মধ্যে সহজে বন্ধুত্ব তৈরি হয়। এদের আবেগ, চিন্তা ও আকাঙ্ক্ষার বিষয় একে অপরের প্রতি নির্ভরশীল থাকেন।
মীন রাশি ও মকর রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এই রাশির ছেলে মেয়েদের সঙ্গে মকর রাশির সম্পর্ক হয় সুখের। মীন রাশি ও মকর রাশির বিয়ে হলে সে বিয়ে হয় সুখের। এরা দুজনেই বাস্তববাদী মানুষ। এরা কেউই কাল্পনিক জগতে হারিয়ে যেতে ভালোবাসেন না।