গ্রহের বিচরণের ফলে বিভিন্ন রাশিতে শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে, যা কালীপুজো থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রভাব ফেলবে। কুম্ভ, বৃষ এবং মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে এই সময়।
প্রতি মুহূর্তে গ্রহ-নক্ষত্র তাদের অবস্থান পরিবর্তন করে চলেছে। এত রাশি থেকে অন্য রাশিতে বিচরণ করে চলেছে। এর প্রভাবে তৈরি হচ্ছে বিভিন্ন যোগ।
210
গ্রহের বিচরণের ফলে প্রতি মুহূর্তে নানান যোগ তৈরি হয়। যা কোনও কোনও রাশির জন্য উপকৃত হয় আবার কাদের জীবন ডেকে আনে কঠিন সময়।
310
গ্রহের বিচরণের ফলে কারও আর্থিক উন্নতি হয়। কারও ভাগ্য খোলে। তেমনই আবার কারও জীবনে দেখা দেয় কঠিন সময়।
410
নবগ্রহের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ গ্রহ হল শনিদেব। তিনি ন্যায় ও কর্মফলের দেবতা। এক রাশিতে পুনরায় ফিরে আসতে তাঁর ৩০ বছর সময় লাগে।
510
শনি প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যস্ত প্রভাব বিস্তার করে। শনির প্রভাব জীবনে অত্যন্ত বেশি পরিমাণে থাকে।
610
বর্তমানে শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। কালীপুজো থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত থাকবে এর প্রভাব। যার কারণে শনি বিরাজ করবে এই তিন রাশির ওপর।
710
কুম্ভের লগ্নে শশ মহাপুরুষ যোগ তৈরি হচ্ছে। এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিশেষ লাভ হবে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাবেন। চাকরিজীবীরা লাভের মুখ দেখবেন। প্রমোশন হতে পারে এই সময়। তেমনই আর্থিক পরিস্থিতি ভালো হবে।
810
বৃষ রাশির জাতক জাতিকার জীবনে আসতে চলেছে শুভ সময়। এই সময় চাকরিজীবীদের পরিস্থিতি সুন্দর হবে। এই সময় বাড়ির বড়দের সঙ্গে সময় কাটাতে পারবেন। তেমনই বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। যারা চাকরি খুঁজছেন তারা চাকরি পেতে পারেন।
910
ভাগ্য খুলবে মিথুন রাশির। ভালো সময় শুরু হচ্ছে এই রাশির। এই সময় নতুন চাকরি পেতে পারেন। তেমনই আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এই সময় স্টক মার্কেটে বিনিয়োগ করলেও ভালো লাভ হবে।
1010
সব মিলিয়ে বেশ কিছু ভালো মুহূর্ত তৈরি হচ্ছে। এর কারণে উপকৃত হবেন এই তিন রাশির জাতক জাতিকা। জীবনের সকল জটিবকা কেটে ভালো সময় শুরু হতে চলেছে।