শনি তাঁর নিজস্ব রাশি কুম্ভ রাশিতে থাকবেন। ২০২৪ সালের মে মাস পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি, তারপর তা প্রবেশ করবে শুক্রের বৃষ রাশিতে। এছাড়াও, মীন রাশিতে রাহু ও কন্যা রাশিতে কেতু অবস্থান করবে ২০২৪ সালের সারা বছর। ২০২৪ সালে ৪টি প্রধান গ্রহের অবস্থানে কিছু বিশেষ রাশির মানুষের জীবনে শুভ যোগ আনতে চলেছে।