শনিদেব স্বপ্নের মাধ্যমে ভক্তদের বার্তা দেন, এই ৪টি জিনিসের স্বপ্ন দেখলে কী হয়

Published : Dec 04, 2025, 03:55 PM IST

জ্যোতিষ অনুযায়ী শনিদেব যদি কারও ওপর তুষ্ট হন, তাহলে স্বপ্নের মাধ্যমে বার্তা পাঠান। চারটি জিনিসের স্বপ্ন যদি দেখেন তাহলে বুঝবেন শনিদেবর আশীর্বাদ পাচ্ছেন। সেই চারটি জিনিস কী জানুন। একই সঙ্গে জানুন সেগুলির স্বপ্ন দেখলে কী কী হয়। 

PREV
15
শনিদেব

জ্যোতিষ অনুযায়ী যে কোনও মানুষের কর্মফল হিসেব রাখেন শনিদেব। শনিদেবের রাগ বা তেজ প্রচণ্ড। কিন্তু শনিদেবের কৃপা পেলে ঘুরে যায় ভাগ্য। জ্যোতিষ অনুযায়ী শনিদেব যদি কারও ওপর তুষ্ট হন, তাহলে স্বপ্নের মাধ্যমে বার্তা পাঠান। চারটি জিনিসের স্বপ্ন যদি দেখেন তাহলে বুঝবেন শনিদেবর আশীর্বাদ পাচ্ছেন। সেই চারটি জিনিস কী জানুন। একই সঙ্গে জানুন সেগুলির স্বপ্ন দেখলে কী কী হয়।

25
প্রথম জিনিস

কালো কুকুর বা কাক

আপনি যদি স্বপ্নে কালো কুকুর বা কাক দেখেন, তাহলে জানবেন জীবনে শুভ সময় আসতে চলছেন। কিন্তু অনেকেরই ভ্রান্ত ধারনা রয়েছে যে এগুলি দেখা মানে অশুভ কিছু হওয়ার ইঙ্গিত। যাইহোক কালো কুকুর বা কাকের স্বপ্ন দেখার অর্থ জীবনে সমস্ত বাধা ধীরে ধীরে কেটে যাওয়া। জীবনে সুসময় আসা।

35
দ্বিতীয় জিনিস

হাতির পিঠে শনিদেব

হাতি পিঠে অধিষ্ঠিত শনিদেব- এমন স্বপ্ন যদি দেখেন তাহলে বুঝবেন আপনার ওপর শনিদেবের কৃপা দৃষ্টি পড়েছে। আপনাকে বুঝতে হবে আপনার কোনও কাজে সন্তুষ্ট হয়েছেন শনিদেব।

45
তৃতীয় জিনিস

শিবলিঙ্গ

পুরাণ অনুযায়ী শনিদেব শিবঠাকুরের ভক্ত। আবারও শিবও শনিদেবকে স্নেহ করেন। তাই স্বপ্নে শিবলিঙ্গ দেখা শুভ। এর অর্থ আপনি মহাদেবের সঙ্গে শনিদেবেরও কৃপা লাভ করেছেন। এতে স্বাস্থ্যের উন্নতি যেমন হয়,তেমনই জীবনে আসে পজেটিভ এনার্জি। এই স্বপ্ন আর্থিক উন্নতির দিশা দেখায়।

55
চতুর্থ জিনিস

শনি মন্দির

আপনি ঘুমের মধ্যে বা স্বপ্নে যদি শনি মন্দির দেখেন তাহলে বুঝতে হবে শনিদেব আপনার ওপর সদয়। এর অর্থ হল, কর্মজীবনে উন্নিতির ইঙ্গিত। এই স্বপ্ন দেখতে যে কোনও শনি মন্দিরে গিয়ে কালো তিল, কম্বল, বা সর্ষের তেল দান করলে সুফল পাওয়া যায়। আর্থিক লাভ হয়।

Read more Photos on
click me!

Recommended Stories