বছর শেষে ভয়ঙ্কর হবে শনির শক্তি, সাড়েসাতির প্রভাবে ছারখার হবে তিন রাশির জীবন, দেখে নিন তালিকায় কে কে

Published : Oct 29, 2025, 10:55 AM IST

বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করায় মীন ও কুম্ভ রাশি সাড়েসাতির প্রভাবে রয়েছে। এবছর শনির নক্ষত্র পরিবর্তনের কারণে এই প্রভাব আরও তীব্র হবে। এই সময় মেষ, কুম্ভ ও মীন রাশির জাতকদের জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে ।

PREV
15

বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে। ফরে মীন রাশির পাশাপাশি কুম্ভ রাশির জাতকরাও শনির সাড়েসাতির প্রভাবে রয়েছেন। ধীর গতির এই গ্রহটি নয় গ্রহের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় কোনও রাশিতে অবস্থান করে। শনি এক এক রাশিতে প্রায় আড়াই বছর ধরে থাকে। সেই হিসেবে মীন রাশিতেও অবস্থান করবে।

25

শাস্ত্র মতে, এবছরের শুরুতেই শনির নক্ষত্র পরিবর্তন ঘটবে। প্রথমে থাকবে পূর্বভাদ্রপদ। তারপর যাবে উত্তরভাদ্রপদে এবং শেষে প্রবেশ ররবে রেবতী নক্ষত্রে। এই সময় শনির সাড়েসাতির প্রভাব আরও তীব্র হবে। দেখে নিন কাদের ওপর এদের প্রভাব পড়বে।

35

মেষ রাশির

শনির প্রভাবে মীন রাশির জাতকরা পরিশ্রমের সঠিক ফল পাবেন। তবে যে বিষয়ে দ্বিধা বা সঙ্কোচ থাকবে, সেই দিক থেকে আপাতত দূরে থাকাই শ্রেয়। ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি হবে। আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে, যদিও অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা দরকার। পেশাক্ষেত্রে নতুন সুযোগ আসবে। কিন্তু, অহঙ্কার বা রূঢ় ব্যবহার বিপত্তি ডেকে আনতে পারে।

45

কুম্ভ রাশি

২০২৬ সালে কুম্ভ রাশির জন্য শনির সাড়েসাতির শেষ অধ্যায় চলবে। মানসিক চাপ বাড়লেও পরিকল্পনা করে এগিয়ে গেলে সব কাজ সঠিক ভাবে হবে। এই সময় ধৈর্য রাখুন সব কাজে। অতিরিক্ত চিন্তা না করে মনোযোগ ধরে রাখলে পেশাগত ক্ষেত্রে হবে উন্নতি। সম্পর্কের ক্ষেত্রেও সতর্ক হন। এই সময় সংযম রাখুন সব কাজে। সামান্য ভুলে বিপদে পড়তে পারেন।

55

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের জন্য সময় ফলদায়ক। সৎ পথে চললে শনির কুপ্রভবা কমে যাবে। এই সময় কাজের চাপ ও মানসিক উদ্বেগ বাড়লেও মন শান্ত রাখুন। এই সময় কোনও বিষয় অস্পষ্ট লাগলে তা নিয়ে চিন্তা না করে মন শান্ত করে সিদ্ধান্ত নিন। এই সময় পুরনো খারাপ অভ্যাস ত্যাগ করুন। এই সময় নিজের নীতি ও আদর্শে অবিচল থাকুন।

Read more Photos on
click me!

Recommended Stories