শনির প্রভাবে নতুন বছরে এই রাশির জাতকদের দূর হবে কষ্ট, সিন্দুক ভরবে টাকায়

 

শনির রাশি পরিবর্তনের ফলে নববর্ষে কিছু রাশির জাতকদের কষ্টের সম্মুখীন হতে হবে। কোন কোন রাশির জাতকদের কষ্ট হবে দেখে নেওয়া যাক।

 

deblina dey | Published : Dec 10, 2024 6:58 PM IST
15

গ্রহের অবস্থানের পরিবর্তন ঘটতেই থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই গ্রহের অবস্থানের পরিবর্তন রাশির উপর প্রভাব ফেলে। এখন শনির পালা। বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি। আড়াই বছর পর মীন রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ ২০২৫ সালের ২৯ শে মে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। শনির রাশি পরিবর্তনের ফলে নববর্ষে কিছু রাশির জাতকদের কষ্টের সম্মুখীন হতে হবে। কোন কোন রাশির জাতকদের কষ্ট হবে দেখে নেওয়া যাক।

25

কুম্ভ রাশি থেকে মীন রাশিতে শনি রূপালী পায়ে প্রবেশ করছে। ফলে কিছু রাশির জাতকদের জন্য সৌভাগ্য বয়ে আনলেও দুটি রাশির জন্য ক্ষতি অনিবার্য।

35

রূপালী পায়ে প্রবেশ করার ফলে টাকা, সোনা, সম্পদের উপর প্রভাব পড়বে। কোন কোন রাশির আর্থিক সমস্যা হবে তা জেনে নেওয়া যাক।

45

বিশেষ করে কন্যা, তুলা, সিংহ রাশির জাতকদের এই সময়ে অনেক সতর্ক থাকতে হবে। কারণ তাদের আর্থিক সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। কর্কট, বৃশ্চিক, মকর রাশির জাতকদের জন্য নতুন বছরটি অনেক ভালো যাবে। তারা অর্থের ক্ষেত্রে লাভবান হবেন। কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবেন।

55

যে কোন রাশির জাতক শনির প্রভাবে মুক্তি পেতে, বিশেষ করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে ‘ওঁ শং শনৈশ্চরায় নমঃ’ এই স্তোত্রটি প্রতিদিন ১০৮ বার জপ করতে হবে। এটি করলে আর্থিক ক্ষতি থেকে মুক্তি পাওয়া যাবে। শনির কৃপা পেতে লোহা, সরিষার তেল, কালো তিল দান করতে হবে। এটি করলে সমস্যা সম্পূর্ণ ভাবে না হলেও তার প্রভাব কমবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos