মার্গি হচ্ছে শনি, সতর্ক থাকুন তিন রাশির জাতক জাতিকা, চরম ভোগান্তি নেমে আসবে, উথাল-পাতাল হবে জীবন
কার্তিক পূর্ণিমায় শনি মার্গি হওয়ায় কিছু রাশির জন্য শুভ সময় শুরু হলেও কর্কট, মীন ও মকর রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। শনির এই মার্গি দশার প্রভাবে গুরুতর বিষয়েও ফেঁসে যেতে পারেন কেউ কেউ।
কার্তিক পূর্ণিমায় মার্গি হচ্ছে শনি। শনির এই মার্গি দশার কারণে লাভবান হবেন কিছু রাশি। তেমনই গুরুতর বিষয়ে ফেঁসে যেতে পারেন কেউ কেউ।
সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব আছে পূর্ণিমা তিথির। মনে করা হয়, এই দিন চাঁদ তার সমস্ত মহিমায় পূর্ণ থাকে। এই কারণে এই দিনে শ্রী হরি ও দেবী লক্ষ্মীর পুজো করা হয়।
দীপাবলির পর বক্রি থেকে মার্গি হতে চলেছে শনি। ১৫ নভেম্বর শুক্রবার নিজের রাশি কুম্ভতে মার্গি হতে চলেছে শনি। এই সময় সতর্ক থাকুন তিন রাশি।
কার্তিক পূর্ণিমার দিন কিছুটা কষ্টকর হতে চলেছে কর্কট রাশির জীবন। এই দিনে শনি মার্গি হবে। নিজের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। যে কোনও মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন। কারও সঙ্গে বাবাদে জড়াবেন না। এই সময় মাথা গরমের সমস্যা হতে পারে।
মীন রাশির জাতক জাতিকা থাকুন সতর্ক। এই সময় কোনও গুরুতর বিষয় ফেঁসে যেতে পারেন। শনি দেবকে খুশি রাখার চেষ্টা করুন। সব সময় ভালো কাজ করুন। মনে কোনও হিংসা পুষে রাখবেন না।
মকর রাশির জাতক জাতিকা এই সময় মুশকিলে পড়তে পারেন। সাবধান থাকুন। কোনও রকম নেশা আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। পরিবারের লোক জনের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন।
কার্তিক মাসের শেষে কার্তিক পূর্ণিমা পালিত হয়। যাঁরা দেবী লক্ষ্মী ও গণেশের আশীর্বাদ চান, তারা গঙ্গাস্নান করতে পারেন।
গঙ্গাস্নান করে বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন। এতে জীবনের সকল জটিলতা কেটে যাবে।
এদিকে এই কার্তিক পূর্ণিমায় মার্গি হচ্ছে শনি। এতে শুভ সময় শুরু হবে কিছু রাশির।
তেমনই শনির এই মার্গি দশার কারণে জটিলতা দেখা দেবে তিন রাশির জীবনে। ফলে সতর্ক থাকুন কর্কট রাশি, মীন রাশি ও মকর রাশির জাতক জাতিকা।