৪০ বছর পর ঘটবে বৃহস্পতি-শুক্রের মহাশক্তির মহামিলন, উপকৃত হবেন এই তিন রাশি, বাড়বে আয়

Published : Oct 30, 2024, 05:02 PM IST

৪০ বছর পর বৃহস্পতি ও শুক্রের মহা মিলন। ধনু, বৃশ্চিক এবং বৃষ রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন। আর্থিক লাভ, সম্পত্তি বৃদ্ধি, চাকরিতে উন্নতি সহ নানা শুভ ফল লাভ করবেন।

PREV
110

৪০ বছর পর তৈরি হচ্ছে বিশেষ যোগ। বৃহস্পতি-শুক্রের মহাশক্তির মহামিলন হতে চলেছে। এর ফলে উপকৃত হবেন তিন রাশি। হবে ফাটকা আয়। হবে চাকরিতে উন্নতি। বাড়বে আয়।

210

প্রতি মুহূর্তে গ্রহ-নক্ষণ তাদের অবস্থার পরিবর্তন করে চলেছে। এর ফলে তৈরি হচ্ছে বিভিন্ন যোগ।

310

গ্রহ-নক্ষত্রের বিচরণের ফলে শুভ যোগ তৈরি হয়। আবার অনেক সময় অশুভ যোগও তৈরি হয়ে থাকে। এই সকল শুভ যোগের কারণে যেমন উপকৃত হন অনেকে। তেমনই অশুভ যোগের কারণে কারও কারও জীবনে নেমে আসে বিপত্তি।

410

আজ রইল বৃহস্পতি ও শুক্রের যোগের কথা। বৃহস্পতি ও শুক্রের মহাশক্তির মহা মিলন হতে চলেছে। এর প্রভাবে শুভ সময় শুরু হবে তিন রাশির।

510

বৈদিক শাস্ত্র মতে এই বছর দীপাবলি ১ নভেম্বর। মা লক্ষ্মী, গণেশ, কুবের পুজিত হন এই শুভ সময়। এবছর এই শুভ দিনে বিশেষ যোগ তৈরি হবে।

610

প্রায় ৪০ বছর পর বৃহস্পতি ও শুক্রের মহাশক্তির মহা মিলন হতে চলেছে। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। অন্যদিকে শুক্র গত ১৩ অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে।

710

বৃহস্পতি ও শুক্রের একে অপরের সপ্তম ঘরে অবস্থান করচে চলেছে। এর ফলে সমসপ্তক রাজযোগ তৈরি হচ্ছে। এর কারণে তিন রাশির কপাল খুলবে।

810

সমসপ্তক রাজযোগের কারণে উপকৃত হবে ধনু রাশির জাতক জাতিকা। এই সময় বিশাল পরিমানে আর্থিক প্রাপ্তি হতে পারে। এই সময় সম্পত্তি বৃদ্ধি হবে। ব্যবসায় হবে উন্নতি। আয় বাড়বে।

910

সমসপ্তক রাজযোগের কারণে কপাল খুলবে বৃশ্চিক রাশির। এই সময় বড় সাফল্য আসবে। বিনিয়োগ থেকে লাভ হতে চলেছে। তেমনই বিশাল অঙ্কের টাকা পেতে পারেন।

1010

উপকৃত হবেন বৃষ রাশির জাতক জাতিকা। এই সময় খ্যাতি বাড়বে এই রাশির। তেমনই সকল মনস্কামনা পূরণ হবে। সেই সময় চাকরি সংক্রান্ত সকল জটিলতা থেকে পাবেন মুক্তি।

click me!

Recommended Stories