Shukra Gochaer: শুক্রের রাশি পরিবর্তন অশান্তি ডেকে আনবে ৫ রাশির জীবনে,২৬ দিন ভয়ঙ্কর হতে পারে

২৮ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে শুক্র। কিন্তু এই সময়টা খুবই খারাপ যাবে পাঁচ রাশির জন্য। নষ্ট হতে পারে পাঁচ রাশির জীবন।

 

২ ডিসেম্বর থেকেই বদলে যাবে এই পাঁচ রাশির জীবন। কারণ শুক্র রাশি পরিবর্তন করছেন। ২ ডিসেম্বর দুপুর ১২টা ০৫এ রাশি পরিবর্তন করবে। ওই জিন শুক্র শনির ঘরে অর্থাৎ মকর রশিতে প্রবেশ করবে। ২৮ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে শুক্র। কিন্তু এই সময়টা খুবই খারাপ যাবে পাঁচ রাশির জন্য। নষ্ট হতে পারে পাঁচ রাশির জীবন।

রইল সেই পাঁচ রাশি যাদের ২৬ দিনের জন্য সুখ শান্তি বিঘ্ন হতে চলেছেঃ

Latest Videos

মিথুন রাশি

শুক্রের গমন মিথুন রাশির জাতক ও জাতিকাদের শুভ নাও হতে পারে। শুক্রের এই গোচর, ব্যবসায়ীদের লাভ কমবে। মানসিক শান্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। আয় হ্রাস পাবে। ব্যয় বাড়বে। চাকরিজীবীদের জন্য এই সময়টা খারাপ। কাজের চাপ বাড়বে। কর্মক্ষেত্রে অসহযোগিতা পবেন। মানসিক শান্তির জন্য ধ্যান, যোগব্যায়াম, প্রাণায়াম করতে মানসিক শান্তি পাবেন।

কর্কট রাশি

শুক্রের গ্রহের পরিবর্তনের কারণে কর্কট রাশির জাতকদের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। হাড় ও ব্যাথা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা খুব ভাল যাবে না। শেয়ারে যাদের ব্যবসা তাদের জন্য জটিল সময় এটি। পার্টনার ধোঁকা দিতে পরে। আয় কমতে পরে।

বৃশ্চিক রাশি

শুক্রের রাশি পরিবর্তনের কারণে আপনার সঞ্চয় প্রাভাবিত হতে পারে। হঠাৎ করে অর্থাভাবে পড়তে পারেন। কর্মরতদের বর্তমান কাজের প্রতি মোহভঙ্গ হতে পারে। এদের নতুন চাকরির সন্ধান করা উচিৎ। ব্যবাসীদের কাজের পরিবর্তবন হবে। মুনাফা হ্রাস পেতে পারে। এই সময় এদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিৎ।

ধনু রাশি

এই রাশির জাতক ও জাতিকারা সুখ ও শান্তি হারাতে পারে। পারিবারিক জীবনে অশান্তির মুখোমুখি হতে পারেন। এদের বিবহিত জীবনেও অশান্তি নেমে আসতে পারে। সঙ্গীর সঙ্গে বচসা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি

শুক্রের রাশি পরিবর্তনে ২-২৮ ডিসেম্বর পর্যন্ত এই রাশির জাতক ও জাতিকাদের জীবন সুখের নাও হতে পরে। পেশাগত জীবনে নানা সমস্যা হতে পারে। ব্যবসায় লাভের জন্য নতুন পরিকল্পনা করতে হবে। কর্মরতদের বর্তমান চাকরি নিয়ে অসন্তোষ তৈরি হবে। নতুন কাজের সন্ধান করতে শুরু করুন।

২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বরের সময় সময়টি বেদনাদায়ক হতে পারে পাঁচ রাশির জন্য। মনের শান্তির জন্য এই সময় ধ্যান, পুজো, যোগব্যায়াম করতে পারেন।

 

Share this article
click me!

Latest Videos

বরের সঙ্গে স্কাই ডাইভিং Sonakshi Sinha-র! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
এবার পড়বে হাড়কাঁপানো ঠাণ্ডা! কবে থেকে? জানাল আলিপুর হাওয়া অফিস | Weather Update Today
বাংলাদেশ বানাবে? ফিরহাদের পর সিদ্দিকুল্লা! বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু | Suvendu Adhikari
লাভবান হওয়ার লোভ দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা! তারপর যা হলো | Bidhannagar News | Kolkata News
Rashifal Bangla : সোমবার কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল | Bangla News