মকরে গমন করবে শুক্র, ডিসেম্বর থেকে রাজকীয় চালে সময় কাটবে এই পাঁচ রাশির, ঘুচে যাবে সকল দুঃখ

শুক্র গ্রহের স্থান পরিবর্তনের ফলে পাঁচটি রাশির জীবনে শুভ সময় শুরু হতে চলেছে। মেষ, বৃষ, কন্যা, তুলা এবং মকর রাশির জাতক জাতিকারা আর্থিক, কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে উন্নতি লাভ করবেন।
Sayanita Chakraborty | Published : Nov 21, 2024 4:45 PM
110

শুভ সময় শুরু হতে চলেছে পাঁচ রাশির জীবনে। ঘুচে যাবে সকল দুঃখ রাজকীয় চালে সময় কাটবে এই পাঁচ রাশির জীবন। এমনই মত জ্যোতিষীদের।

210

শাস্ত্র মতে, শীঘ্রই শুক্র গ্রহ স্থান পরিবর্তন করতে চলেছে। মকর রাশিতে গমন করবে শুক্র। ২ ডিসেম্হর দুপুর ১২.০৫ মিনিটে গরম করবে। শুক্র ২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সেই স্থানে থাকবে।

310

শুক্রের গমন প্রভাব ফেলতে চলেছে পাঁচ রাশির জীবনে। তাদের জীবনের সকল জটিলতা কেটে যাবে। শুরু হবে ভালো সময়। দেখে নিন তালিকায় কে কে।

410

মেষ রাশি

ভালো সময় শুরু হবে মেষ রাশির। আর্থিক লাভ হবে। তেমনই ব্যবসায় হবে উন্নতি। এই সময় চাকুরিজীবীরা লাভবান হবেন। ২ ডিসেম্বরের পর আপনার খ্যাতি ও গৌরব বাড়বে।

510

বৃষ রাশি

ভালো সময় আসছে বৃষ রাশির জীবনে। এই সময় ব্যবসায়ীরা সব কাজে সফল হবেন। এই সময় কর্মজীবনে অগ্রগতি ঘটবে। নিজের আচরণ নিয়ন্ত্রণে রাখুন।

610

কন্যা রাশি

ভালো সময় আসতে চলেছে কন্যা রাশির জীবনে। এই সময় দাম্পত্য সম্পর্ক মধুর হবে। অর্থের সকল অভাব কেটে যাবে। এই সময় সর্বক্ষেত্রে সফল্য অর্জন করবেন।

710

তুলা রাশি

ভালো সময় তুলা রাশির জীবনে। চাকরিতে হবে পদোন্নতি। তেমনই দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আর্থিকভাবে লাভবান হবেন।

810

মকর রাশি

ভালো সময় আসছে মকর রাশির জীবনে। এই সময় কেরিয়ারে নতুন সুযোগ আসবে। তেমনই কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। এই সময় ভ্রমণের সম্ভাবনা আছে। ব্যবসায় দেখবেন লাভের মুখ।

910

নতুন চাকরি থেকে ব্যবসায় সাফল্য এমনকী আর্থিক লাভের সম্ভাবনা আছে এই পাঁচ রাশির।

1010

ডিসেম্বর মাস জুড়ে এই পাঁচ রাশির জীবনে আসবে শুভ সময়। এই সময় সব কাজে আসবে সাফল্য।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos