
Shukra Gochar 2025: হাতে আর মাত্র কটা দিন। আগামী ৩১ মে শুক্রবার বেলা ১১টা ৩২ মিনিটে শুক্র তার উচ্চ রাশি মীন ছেড়ে প্রবেশ করবে মেষ রাশিতে। হিন্দু শাস্ত্রে, শুক্র হল সুখ, সৌন্দর্য, ভোগ ও বিলাসিতার প্রতীক। এই রাশিতে ২৩ দিন অবস্থানকারী এই শুক্র গ্রহের প্রতিটি গোচরই কমবেশি প্রভাব ফেলে সব রাশির ওপর। শুক্রের শুভ যোগ হলে ধন সম্পদের বৃদ্ধি ঘটে। তেমনই জীবনে আছে প্রেম। শুক্র যদি শুভ স্থানে অবস্থান করে তাহলে তা জীবনের সর্বোচ্চ সুবিধা এনে দেয়। বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকে। তেমনই প্রেমের সম্পর্কে রোম্যান্স বাড়ে। তেমনই শুক্রের গোচর অত্যন্ত শুভ। এটি আপনার জীবনের সকল জটিলতা দূর করবে। শীঘ্রই গোচর করবে শুক্র। এতে শুভ প্রভাব পড়বে পাঁচ রাশির ওপর। দেখে নিন তালিকায় কে কে আছেন।
মিথুন রাশি
শীঘ্রই কপাল খুলবে মিথুন রাশির জাতক জাতিকার। শুক্র আপনার একাদশ ঘরে প্রবেশ করবে। আপনি আপনার কাঙ্খিত সুবিধা পাবেন। ব্যবসায় হবে উন্নতি। এই সময় ভালো কোনও খবর পেতে পারেন।
কর্কট রাশি
শুক্রের গোচর আরাম ও আয়েশ এবং বিলাশিতা বৃদ্ধি করবে কর্কট রাশির জীবনে। এই সময় চাকরিতে আসবে পরিবর্তন। মন প্রফুল্ল থাকবে। এই সময় দাম্পত্য সম্পর্ক সুখের হবে। আজ আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। আজ দাম্পত্য সম্পর্ক সুখের হবে।
সিংহ রাশি
ভালো সময় সিংহ রাশির জীবনে। এই সময় লাভবান হবেন। আজ শুক্র আপনার দশম ঘরে আছে। সে কারণে জীবনে হবে উন্নতি। প্রচুর অর্থ প্রাপ্তি হতে পারে। সঙ্গীর থেকে সমর্থন পাবেন এই সময়।
তুলা রাশি
শুক্রের গোচর তুলা রাশির জন্য শুভ। এই সময় ব্যবসায় হবে উন্নতি। এই সময় সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। শপক্র আপনার সপ্তম ঘরে গমন করবে। ফলে কর্মজীবনে হবে উন্নতি। এই সময় উচ্চ আয়ের যোগ আছে।
মকর রাশি
শুক্রের গোচরে উপকৃত হবে মকর রাশি। এদের জীবন বিলাসিতা ও আরামে কাটবে। চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। পরিবারে পরিবেশ ভালো থাকবে। এই সময় দাম্পত্য সম্পর্ক সুখের হবে। এই সময় শিল্প, ফ্যাশন, চলচ্চিত্র ইত্যাদিতে হবে উন্নতি। শাস্ত্রে রয়েছে এমনই কথা। জুন থেকে এই পাঁচ রাশির জীবনে আসছে পরিবর্তন।