
আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা সম্পন্ন হয়। পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয়। স্নান করানো হয় ১০৮ ঘড়া জলে। এই পুণ্য তিথির মাহাত্ম্য রয়েছে বিস্তর। শাস্ত্র মতে, এবছর স্নান যাত্রার পুণ্য তিথিতে কপাল খুলবে কয় রাশির। জীবনের সকল জটিলতা কেটে ভালো সময় শুরু হবে পাঁচ রাশির জীবনে। দেখে নিন তালিকায় কে কে আছে।
কন্যা রাশি
কর্মক্ষেত্রে দলে ঐক্য বজায় রাখতে পারলে ভবিষ্যতের দিনগুলো সুন্দর হবে। এই সময় স্বাস্থ্য দিক থেকে শান্তি পাবেন। চলতে থাকা স্বাস্থ্য জটিলতা দূর হবে। এই সময় প্রেম ও বিবাহের জন্য ভালো সময়। তেমনই ব্যবসায় হবে আয়। অতিরিক্ত আয়ের সুযোগ আসবে এই সময়। পেশাগত ভ্রমণের জন্য সময়টি বেশ উপযুক্ত।
তুলা রাশি
ভালো সময় শুরু হচ্ছে তুলা রাশির। এই সময় ব্যবসায় পাবেন ভালো ফল। সামাজিক স্তরে কোনও বড় কোম্পানির সহায়তা পেতে পারেন। এই সময় বাড়ির বড়দের কথায় বিরোধ না করে চুপ থাকুন। তেমনই মত পার্থক্য হওয়ার সম্ভাবনা আছে প্রবল। এই সময় কর্মক্ষেত্রে কাজের গতি বাড়তে পারে। অফিসে আপনি বসের মন জয় করতে পারবেন।
বৃশ্চিক রাশি
অর্থ সংক্রান্ত সাফল্য আসবে এই সময়। এই সময় আপনি পরিবারের লোকজনের সমর্থন পাবেন। তেমনই প্রেম ও জীবনসঙ্গীর সঙ্গে কোনও ভ্রমণে যেতে পারেন এই সময়। এই সময় ক্রীড়াবিদদের কঠোর চেষ্টায় নিজের সাফল্য় ধরে রাখতে পারবেন। এই সময় সাধ্য মতো চেষ্টা করে কোনও বড় সাফল্য পাবেন।
মকর রাশি
ব্যবসার জন্য ভালো সময়। কঠোর পরিশ্রমের ফল পাবেন মকর রাশির জাতক জাতিকা। এই সময় সামাজিক স্তরে বন্ধু ও পরিবারের ব্যক্তিদের সমর্থন পাবেন। বাড়ির সংস্কারের কাজ করতে পারেন এই সময়। তেমনই স্বাস্থ্যকর খাবারের প্রতি মনোযোগ দিন।
মীন রাশি
ব্যবসায় নতুন আয়ের সুযোগ আসবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে এই সময়। শিক্ষার্থীরা এই সময় নিজের পড়ায় মন দিন। ব্রক্ষ্ম মুহূর্তে পড়াশোনা করলে হবে উন্নতি। কর্মচারী ও বেতার ব্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। আজ পরিবারের সদস্যদের কথা উপেক্ষা না করে সকলের পরামর্শ নিন। আজ বয়স্কদের পরামর্শে লাভবান হবে।