১৬ নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং বুধের সঙ্গে বুধাদিত্য রাজযোগ গঠন করবে। এর ফলে বৃষ, বৃশ্চিক এবং কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
জ্যোতিষশাস্ত্রে গ্রহের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আগামী ১৬ নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বুধের সঙ্গে বুধাদিত্য রাজযোগ গঠিত হবে। এই কারণে সূর্যের প্রভাবে ভাগ্য বদল হবে তিন রাশির।
210
শীঘ্রই সূর্য ও বৃহস্পতির সমাসপ্তক যোগ তৈরি হচ্ছে। এর শুভ প্রভাব পড়বে কয়টি রাশির ওপর। বছরের শেষে আর্থিক উন্নতি হবে এই কয় রাশির।
310
ভাগ্য খুলবে বৃষ রাশির। সূর্য গ্রহের প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের চাকরি ও ব্যবসা হবে উন্নতি। সরকারি চাকরি পেতে পারেন।
410
এই সময় স্ত্রীর সঙ্গে নম্রভাবে কথা বলুন. আর্থিক দৃষ্টিকোণ থেকে এটা ভালো সময়। এই সময় নিজের পরিশ্রমের ফল পাহেন বৃষ রাশির জাতক জাতিকা।
510
ভালো সময় বৃশ্চিক রাশির। এই সময় সূর্যের প্রভাবে সব কাজে আসবে সাফল্য। কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা ও সুনাম বজায় থাকবে। খ্যাতি ও সম্মান বাড়বে আপনার।
610
বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা যারা নতুন চাকরি খুঁজছেন তারা চাকরি পেতে পারেন। বিনিয়োগের জন্য ভালো দিন।
710
ভালো সময় শুরু হচ্ছে কর্কট রাশির। এই সময় বিনিয়োগ করতে পারেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন।
810
কর্কট রাশির ছেলে মেয়েরা যে কোনও বিনিয়োগে এই সময় সুফল পাবেন। এই রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময়। ১৬ নভেম্বর থেকে আপনাদের জীবনে আসছে ইতিবাচক পরিবর্তন।
910
ভালো সময় শুরু হবে মকর রাশির। এই সময় সূর্যের প্রভাবে আপনি সব কাজে সফল হবেন। এই সময় পদোন্নতি ঘটবে। তেমনই এই সময় নতুন কোনও দায়িত্ব আসতে পারে। পরিবারে ও বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে।
1010
কুম্ভ রাশির জীবনেও আসতে চলেছে ভালো সময়। গাড়ি, বাড়ি কেনার জন্য আদর্শ সময়। এই সময় সূর্য দেবের কৃপা সব সময় আপনার ওপর থাকবে। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। তেমনই হবে উন্নতি।