Astro Tips: একটানা ৬ বছর ধরে চলে সূর্যমহাদশা, জানুন এই সময়টা কী করবেন আর করবেন না

Published : Feb 23, 2023, 06:51 PM ISTUpdated : Feb 23, 2023, 07:28 PM IST

হিন্দু জ্যোতিষমত প্রত্যেক গ্রহের মত সূর্যেরও মহাদশা চলে। আসুন আজ দেখেনি সূর্যের মহাদশার কী কী প্রভাব পড়ে আর তার থেকে বেরিয়ে আসার কী কী উপায় রয়েছে। 

PREV
110
মহাদশা


হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি গ্রহেরও মহাদশা চলে একটি নির্দিষ্ট সময় ধরে। যাদের কোষ্ঠীতে সেই গ্রহ শক্তিশালী তারা ভাল ফল পায়। আর যাদের কোষ্ঠীতে সেই গ্রহ দুর্বল তাদের জীবনে অশুভ প্রভাব পড়ে। তারা নানা ক্ষতির মুখোমুখি হতে পারে। 
 

210
জ্যোতিষে সূর্যের স্থান


ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের স্থান সৌরমণ্ডলের সব থেকে ওপরে।  সূর্যকে সৌরমণ্ডলের রাজা বলা হয়। সূর্যের প্রভাবও অপরিসীম। 
 

310
সূর্যের প্রভাব


জ্যোতিষ অনুযায়ী সূর্যের প্রভাবে নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি পায়। আত্মবিশ্বাস আর সাফল্য বাড়ে। মান-সম্মানও নির্ভর করে সূর্যের ওরর। যাদের জন্মছকে সূর্যের অবস্থান ভাল তারা রাজনীতি ও প্রশাসনিকক্ষেত্রে উচ্চস্থান লাভ করেন। 
 

410
সূর্যের কুপ্রভাব


যাদের জন্মছকে সূর্যের স্থান দুর্বল তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। অনেক ক্ষেত্রে এই জন্য তাদের সমস্যায় পড়তে হয়। সাফল্য সহজে আসে না। 
 

510
সূর্যের মহাদশা


সূর্যের মহাদশা চলে ৬ বছর বছর। একবার শুরু হলে টানা ৬ বছর তা থেকে যায়। জন্মছকে সূর্যের অবস্থান শুভ হল এই সময় জাতক বা জাতিকা বাধা দূর হয়। আর যদি খারাপ হয় তাহলে নানাবিধ সমস্যায় পড়তে হয়। 
 

610
সূর্যের অবস্থান


জন্মছকে সূর্যের অবস্থান শক্তিশালী হল জাতক বা জাতিকা  জীবনে সবরকম খুশি পাতে পারে এই মহাদশার সময়। সূর্য মহাদশায় কাঙ্খিত ফল পেতে পারে। আর যদি তা না হয় তাহলে একাধিক অশুভ যোগ তৈরি হয়। 
 

710
সূর্য মহাদশার কুপ্রভাব


সূর্যমহাদশায় জাতক বা জাতিকার মধ্যে ইগো, অহংকার বেড়ে যায়। সময়ই গম্ভীর থাকে সেই ব্যক্তি। এই সময়টা অনেকেরেই বাবা ও মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। 
 

810
অসুস্থতা বাড়ে


সূর্য মহাদশায় জাতক বা জাতিকার রক্তচাপ বাড়তে পারে। জাতক বা জাতিকার মধ্যে  নানা রোগের লক্ষণ দেখা দেয়। তাই এই সময়টা যাদের সূর্য শক্তিশালী নয় তাদের সাবধানে থাকা জরুরি। 
 

910
সূর্য মহাদশার প্রভাব কাটানোর উপায়


সূর্যের অশুভ প্রভাব দূর করতে দান করুন। তামারপাত্র জল রেখে তার মধ্য চার দিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। প্রতিদিন আদিত্য স্তোত্র জপ করুন। 

1010
সূর্য মহাদশায় করবেন না


সূর্য মহাদশায় ভুলেও পূর্ব দিকে পা দিয়ে বসবেন না। কারণ এই দিকেই সূর্যদয় হয়। সূর্য মহাদশায় সকাল ও সন্ধ্যায় সূর্যদেবকে প্রমাণ না করে অন্য কোনও কাজে হাত দেবেন না। এই সময়টা কারও সঙ্গে ঝড়গা করবেন না। অহংবোধ দূরে রাখুন। 
 

click me!

Recommended Stories