
নতুন সময় মানেই নতুন সম্ভাবনা। গ্রহ-নক্ষত্রের অবস্থান বদলালেই অনেকের জীবনে বদলে যায় ভাগ্যের চাকা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আসন্ন সময়ে কয়েকটি রাশির জীবনে বইতে চলেছে টাকার জোয়ার। হঠাৎ আয় বৃদ্ধি, ব্যবসায় লাভ, চাকরিতে পদোন্নতি কিংবা পুরনো বিনিয়োগ থেকে মোটা টাকা পাওয়ার যোগ তৈরি হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে আসছে টাকা-পয়সার বন্যা।
মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য সময়টা ভীষণ শুভ। কর্মক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে। যারা ব্যবসা করেন, তাঁরা নতুন চুক্তি থেকে ভালো লাভ পাবেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে। হঠাৎ কোনও উৎস থেকেও অর্থপ্রাপ্তি হতে পারে। পরামর্শ: অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ে মন দিন।
বৃষ রাশি বৃষ রাশির জাতকদের জীবনে আর্থিক স্থিতি আরও মজবুত হবে। চাকরিজীবীরা ইনক্রিমেন্ট বা বোনাস পেতে পারেন। জমি-বাড়ি বা শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার থেকেও আর্থিক সহায়তা মিলতে পারে। পরামর্শ: বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে পরিকল্পনা করুন।
সিংহ রাশি সিংহ রাশির জন্য শুরু হচ্ছে সোনালি সময়। নতুন ব্যবসা শুরু করলে সাফল্য আসবে। পুরনো পরিশ্রমের ফল এবার হাতে পাবেন। বিদেশ সংক্রান্ত কাজ থেকেও অর্থ লাভ হতে পারে। সম্মান বাড়ার পাশাপাশি পকেটও ভরবে। পরামর্শ: অহংকার এড়িয়ে চলুন, তবেই সৌভাগ্য স্থায়ী হবে।
ধনু রাশি ধনু রাশির জাতকদের জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ প্রবল। লটারি, ইনসেনটিভ বা অতিরিক্ত আয়ের রাস্তা খুলে যেতে পারে। যাঁরা ফ্রিল্যান্স বা সাইড বিজনেস করেন, তাঁদের আয় দ্বিগুণ হতে পারে। পরামর্শ: টাকা এলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখুন।