১৪৪ বছর পরে কুম্ভমেলার দিনেই বিরল যোগ তৈরি, ভাগ্য ফিরবে এই ৪ রাশির

এবার পূর্ণকুম্ভ। ১২ বছর অন্তর আসে এই বিশেষ দিন। এবার কুম্ভমেলার দিনই ১৪৪ বছর পরে তৈরি হচ্ছে বিরল যোগ। এই দিন থেকেই চার রাশির ভাগ্য ফিরবে।

 

Saborni Mitra | Published : Jan 12, 2025 4:26 PM
110
কুম্ভমেলা

এবার প্রায়াগরাজে কুম্ভ মেলা। ১২ বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ। ৬ বছর অন্তর অন্তর হয় অর্ধকুম্ভ।

210
কুম্ভমেলার সূচী

কুম্ভমেলা শুরু হচ্ছে আগামিকাল অর্থাৎ ১৩ জানুয়ারি। মেলা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

310
প্রয়াগরাজে ভিড়

কুম্ভমেলা উপলক্ষ্যে প্রয়াগরাজে প্রবল ভিড় হবে। তীর্থযাত্রীদের ভিড় ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে।

410
কুম্ভমেলার দিনে বিরল যোগ

কুম্ভমেলার দিনে ১৪৪ বছর পরে তৈরি হচ্ছে একটি বিরল যোগ। আর সেই দিন থেকেই ফিরবে চার রাশির ভাগ্য।

510
বিরল যোগ

কুম্ভমেলার দিন সূর্য, চন্দ্র, শনি ও বৃহস্পতি শুভ অবস্থানে থাকবে। ভাগ্য ফিরবে চার রাশির।

610
মেষ রাশি

আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এই রাশির জাতক ও জাতিকারা। ব্যবসায় মোটা অঙ্কের লাভের সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। যারা বিয়ে করতে চাইছেন তাদের বিয়েরও এই সময় হতে পারে।

710
মকর রাশি

মহাকুম্ভের বিশেষ প্রভাব পড়বে এই রাশির জাতক ও জাতিকাদের। চাকরিজীবীদের

জন্য এই সময়টা ভাল যাবে। পরিবরের চাপ কমবে। চাকরি প্রার্থীরা ভাল চাকরি পাবেন। প্রমোশনও হতে পারে।

810
বৃষ রাশি

এই রাশির জাতক ও জাতিকদের চাপমুক্ত জীবন হবে। পরিবারের চাপ কমবে। দাম্পত্য সম্পর্ক সুখের হবে। ব্যবসায়ীদের ব্যবসায় উন্নত হবে।

910
সিংহ রাশি

এই রাশির জাতক ও জাতিকাদের দুশ্চিন্তা কেটে যাবে। কেরিয়ারের সমস্যা দূর হবে। সম্পত্তি বাড়বে। পছন্দের জিনিস পাবে তারা।

1010
কুম্ভমেলা

কুম্ভমেলার দিন থেকেই এই রাশিদের ভাগ্য ফিরবে। তাদের জন্য খুলে যাবে ভাগ্যের চাবি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos