সারা বছর মা দুর্গার কৃপা থাকে এই তিন রাশির ওপর, দেখে নিন তালিকায় কে কে

সংক্ষিপ্ত

নবরাত্রিতে মা দুর্গার আরাধনা করলে জীবনের জটিলতা দূর হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ, সিংহ ও তুলা রাশির ওপর সারা বছর মায়ের কৃপা থাকে। এই রাশিগুলির জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্য আসে।

নবরাত্রির নয়টি দিন ধরে মা দুর্গার বিভিন্ন রূপের আরাধনা করা হয়। এই সময় বহু ভক্ত ব্রত পালন করে মায়ের পুজো করেন। মায়ের কৃপা পেলে জীবনের সকল জটিলতা থেকে মেলে মুক্তি। আজ রইল চার রাশির কথা। সারা বছর মা দুর্গার কৃপা থাকে এই তিন রাশির ওপর, দেখে নিন তালিকায় কে কে।

বৃষ রাশি

Latest Videos

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশির আরাধ্য দেবী মা দুর্গা। এই কারণে বৃষ রাশির জাতক জাতিকারা মায়ের আশীর্বাদ পেয়ে থাকেন। জীবনে সুখ ও সমৃদ্ধি থাকবে। তেমনই জীবনের সকল ক্ষেত্রে আসে সাফল্য। এই রাশির ওপর সর্বদা থাকে মা দুর্গার কৃপা। এদের জীবনের সকল জটিলতা মুহূর্তে কেটে যায়। 

সিংহ রাশি

মা দুর্গার বাহন সিংহ। এই রাশি দেবীর অত্যন্ত প্রিয়। সিংহ রাশির জাতর জাতিকারা জীবনের সকল ক্ষেত্রে লাভবান হন। এরা জন্মগতভাবে নেতৃত্ব দানের ক্ষমতা লাভ করেন। আর্থিক দিক থেকে এদের কোনও সমস্যা থাকে না। মায়ের আশীর্বাদ এই সকল রাশির ওপর সব সময় বজায় থাকে। এতে এরা জীবনের সকল জটিলতা থেকে মুক্তি  পেতে পারে। সকল জটিলতা কেটে জীবনে হবে উন্নতি। 

তুলা রাশি

মা দুর্গার প্রিয় রাশি হল তুলা। মায়ের আশীর্বাদ লাভ করেন তুলা রাশির ছেলে মেয়েরা। এদের সমাজে প্রচুর সম্মান থাকে। তেমনই আর্থিক অবস্থা মজবুত হয় এদের। এই রাশির ওপর সর্বদা থাকে মা দুর্গার কৃপা। 

শাস্ত্রে রয়েছে এই সকল কথার উল্লেখ। শাস্ত্র মতে, মা দুর্গার কৃপা সারা বছর থাকে তিন রাশির ওপর। মায়ের আশীর্বাদে আর্থিক দিক থেকে হয় উন্নতি। তেমনই এদের জীবনের সকল জটিলতা কেটে যায় মায়ের কৃপায়। তেমনই এই তিন রাশির জাতক জাতিকা সর্বদা সমাজে সম্মান লাভ করে থাকে। এদের জীবন সর্বদা কাটে আনন্দে। সকল জটিলতা থেকে মেলে মুক্তি।  

 

Share this article
click me!

Latest Videos

'৬০০ জনের নাম ও ছবি দিয়েছি, সবকটা গুন্ডা জেলে যাবে' চরম হুঙ্কার শুভেন্দুর | Suvendu on Murshidabad
'আমাদেরকে বাঁচান ওঁরা আমাদের...', সুকান্তর কাছে কাঁতর আর্জি মুর্শিদাবাদের হিন্দুদের