তুলা রাশি
পুজোর সময় চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, মঙ্গল এই রাশিতে আগে থেকেই বিরাজমান। এতে শুভ প্রভাব পড়বে তুলা রাশির ওপর। ব্যবসায় হবে উন্নতি। চাকরিজীবীদের জন্য সময়া ভালো। এই সময় আটকে থাকা কাজে আসবে গতি। তেমনই সামাজিক ক্ষেত্রে বাড়বে সম্মান। এই সময় পরিবারের সঙ্গে চলতে থাকা সকল বিবাদ মিটে যাবে।