বিয়ে প্রেম আর চাকরিতে বাধা! আগুনের এই প্রতিকারেই খুলবে ভাগ্যের জট

Published : Jan 15, 2023, 08:00 PM ISTUpdated : Jan 15, 2023, 08:05 PM IST
fire blast

সংক্ষিপ্ত

জ্যোতিষ মতে পঞ্চতত্ত্ব মিলে বিশ্ব তৈরি হয়েছে। এই পঞ্চতত্ব হল মাটি, আকাশ, জল , বায়ু আর অগ্নি। এক মধ্যে অগ্নি বা আগুন হল একটি তত্ত্ব। আগুনের মাহাত্ম জ্য়োতিষে অনেক। তাই এর প্রতিকারও গুরুত্বপূর্ণ। 

বিয়ে আর চাকরির ক্ষেত্রে অনেক বাধা রয়েছে? বারবার চেষ্টা করেও সমস্যার সমান হচ্ছে না। তীরে এসে তরী ডুবছে- এই জাতীয় সমস্যায় অনেকেই ভোগের। আবার অনেকের জীবনে ভালবাসার পর্বও সুখকর নয়। প্রেমিক বা প্রেমিকার প্রতারণ যেমন সহতে হয় তেমনই অনেককে আবার যাকে মন দিয়ে দিয়েছেন সে ফিরেও তাকাচ্ছে না। - আগুনের প্রতিকারে এজাতীয় সমস্যা সমাধান করা যায়।

জ্যোতিষ মতে পঞ্চতত্ত্ব মিলে বিশ্ব তৈরি হয়েছে। এই পঞ্চতত্ব হল মাটি, আকাশ, জল , বায়ু আর অগ্নি। এক মধ্যে অগ্নি বা আগুন হল একটি তত্ত্ব। আগুনের মাহাত্ম জ্য়োতিষে অনেক। কারণ আগুন হল এমন একটি তত্ত্ব যা নিজে পুড়ে সকলকে আলোকিত করে। আগুন যেমন আলোর কারণ তেমনই বিনাশেরও কারণ হিন্দু ধর্মশাস্তের অগুনের কিছু প্রিতকারের কথা লেখা আছে যা অনুসরণ করতে জীবনে অনেক বাধা বিপত্তি কেটে যায়। জীবনে সুখ আর সমৃদ্ধি বৃদ্ধি পায়।

বিবাহ ও প্রেমের বাধা দূর করেত আগুনের প্রতিকার

বিয়ে ও প্রেমের বাধা দূর করতে প্রতি বৃহস্পতিবার অশ্বত্থ গাছের কাঠ পুড়িয়ে তাতে হলুদ সরষে দানা নিবেদন করুন।

চাকরির বাধা দূর করেত আগুনের প্রতিকার

প্রত্যেক শনিবার কাঠ জ্বালিয়ে তাতে কালো তিলের আহুতে ২১ বার দিন। দ্রুত ফল পাবেন।

অর্থাভাব দূর করেত আগুনের প্রতিকার

সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে ডুমুর কাঠ পোড়ান। তাকে ২৭ বার দুধ, চাল আর দিয়ে তৈরি পায়েস আহুতি দিন। জীবনে কখনও অর্থাভাব হবে না। সমস্ত বাধা দূর হবে।

জীবনে সমৃদ্ধির পথে বাধা দূর করতে আগুনের প্রতিকার

পারিবারিক সমৃদ্ধির জন্য গৃহস্বামীকে আম কাঠ জ্বেলে যজ্ঞ করতে হবে। ত তারে ধুপ আর ধূনো মিশিয়ে ২৭ বার আহুতি দিতে হবে। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে একটি সন্ধ্যে বেলা করতে হবে।

ঋণ মুক্তির জন্য আগুনের প্রতিকার

১৫ দিন অন্তর সুপারি কাঠ জ্বেলে যজ্ঞ করতে হবে। তাতে ২৭ বার আহুতি দিতে হবে।

 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: লং ডিসডেন্সে থাকলেও সম্পর্কে বিশ্বাস অটুট থাকবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল