ম্যারেজ মেটেরিয়াল নন এরা, সংসার করা এই চার রাশির ভাগ্যে নেই সংসার করা

রইল চার রাশির কথা। ম্যারেজ মেটেরিয়াল নন এরা, সংসার করা এই চার রাশির ভাগ্যে নেই সংসার করা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। শাস্ত্রে মতে, সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সে কারণে সকল ব্যক্তির সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। তফাত ব্যক্তির ভাগ্যে, তফাত ব্যক্তির মানসিকতায়। ব্যক্তির আচরণে রয়েছে তফাত। আজ রইল চার রাশির কথা। ম্যারেজ মেটেরিয়াল নন এরা, সংসার করা এই চার রাশির ভাগ্যে নেই সংসার করা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

সিংহ রাশি

Latest Videos

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা ফ্লার্টিং-এ ওস্তাদ। এরা সহজে সম্পর্কে জড়ান। তবে, এই রাশির ছেলে মেয়েরা সংসার করতে চান না। কারও সঙ্গে সম্পর্কে জড়াতে এদের আপত্তি।

কর্কট রাশি

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির ছেলে মেয়েরা সংসার করতে চান না। এর প্রেমের সম্পর্কে জড়ালেও বিয়েতে এদের আপত্তি। এরা বিয়ে থেকে দূরে থাকেন। এরা অনেকে কমিটমেন্ট ফোবিয়ায় ভোগান।

কুম্ভ রাশি

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। ম্যারেজ মেটেরিয়াল নন এরা। এই রাশি ছেলে মেয়েরা সন্দেহপাতিক হয়ে থাকেন। এরা প্রেমের সম্পর্ক উপভোগ করে থাকেন। তবে, এরা বিয়ে করতে চান না। রোম্যান্টিক সম্পর্কে জড়াতে চান এরা। তবে, এরা সংসার করতে চান না।

মকর রাশি

রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এই সকল রাশির ছেলে মেয়েরা আলাদা। এরা প্রাথমিত ভাবে বিবাহ এড়িয়ে চলতে চান। এরা দ্রুত প্রেমে পড়েন। কিন্তু, এরা দাম্পত্য সম্পর্কে জড়াতে চান না। এরা সংসার করতে ভয় পান। এই রাশির ছেলে মেয়েরা আলাদা স্বভাবেন হন। এরা বিয়ে থেকে দূরে থাকেন।

সকলের প্রেমের সম্পর্ক ভিন্ন হয়ে থাকে। কেউ সঙ্গীর প্রতি অধিক কেয়ারিং, কেউ সম্পর্কের ব্যাপারে উদাসীন। কেউ সঙ্গীর সকল ভালো-খারাপের হিসেব রাখেন তো কেউ নিজের মতামত চাপিয়ে দিয়ে চান। তেমনই কেউ সম্পর্কে জড়ালে বিয়ে করতে চান তো কেউ বিয়ে থেকে থাকেন দূরে। সেই অনুসারে, একেবারে ভিন্ন হন এই চার রাশি। এই চার রাশির ছেলে মেয়েরা বিয়ে করতে চান না। ম্যারেজ মেটেরিয়াল নন এরা, সংসার করা এই চার রাশির ভাগ্যে নেই সংসার করা। চিনে নিন এই কয় রাশির ছেলে মেয়েদের। 

 

আরও পড়ুন-

ভালো বাবা-মা হতে চান এরা, এই চার রাশি সব সময় সন্তানের প্রতি দেন বিশেষ নজর

শুক্রবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, সব কাজে আসতে চলেছে বাধা, থাকুন সতর্ক

মনের মানুষ খুঁজে পেতে পারেন এই দুই রাশির জাতক-জাতিকা, দেখে নিন প্রেমের ক্ষেত্রে কার দিন কেমন কাটবে

 

 

 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari