সঙ্গীর কোনও ভুল পেলে বিচ্ছেদ করতে চান এরা, প্রেম জীবন জটিল হয় এই চার রাশির

সম্পর্ক নিয়ে বেশি খুঁত খুঁতে হয়। সঙ্গীর মধ্যে কোনও রকম ত্রুটি দেখলে বিচ্ছেদ করতে চান এরা, এদের প্রেম জীবন হয় জটিল। দেখে নিন তালিকা।

বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। মেষ থেকে মীন-এই সকল রাশির অধিকৃত গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে বিস্তর তফাত। প্রেম নিয়ে সকলের ভাবনা আলাদা। প্রেম নিয়ে সকলের জীবনে আলাদা কাহিনি। কারও প্রেম আসে আনন্দ নিয়ে তো কারও কাহিনি দুঃখ নিয়ে। কেউ প্রেমের সম্পর্ক সুন্দর ভাবে রাখতে চান। সঙ্গীর সকল খারাপ ভুলে এক সঙ্গে থাকতে চান। তেমনই কেউ কেউ পুরো ভিন্ন। এরা সম্পর্ক নিয়ে বেশি খুঁত খুঁতে হয়। সঙ্গীর মধ্যে কোনও কোনও ভুল পেলে বিচ্ছেদ করতে চান এরা, এদের প্রেম জীবন হয় জটিল। দেখে নিন তালিকা।

মেষ রাশি

Latest Videos

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন। এরা পারফেক্ট সম্পর্কের হদিশ করেন। এরা সঙ্গীর কোনও ভুল দেখতে পেলে তৎক্ষণাত বিচ্ছেদ করতে চান। নিজের ভুল স্বভাবের পরিবর্তন করুন।। প্রেম টিকিয়ে রাখতে চাইলে নিজের স্বভাবের বদল করুন। এমন কোনও আচরণ করবনে না, যা সম্পর্কে খারাপ প্রভাব ফেলে।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। এরা সঙ্গীর কোনও ভুল দেখতে পেলে বিচ্ছেদ করতে চান। এদের প্রেম বেশিদিন টেকে না। এরা বারে বারে বিচ্ছেদের পথে হাঁটতে চান। সম্পর্কের প্রতি এদের ভরসা খুবই কম থাকে।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা সম্পর্ক নিয়ে বেশি খুঁত খুঁতে হয়। সঙ্গীর মধ্যে কোনও কোনও ভুল দেখতে পেলে বিচ্ছেদ করতে চান। এদের প্রেমের সম্পর্ক তেমন মজবুত হয় না। এদের ধৈর্য কম থাকে। সে কারণে এদের প্রেম দ্রুত ভাঙে। আপনার রাশি যদি হয় কন্যা তাহলে সতর্ক থাকুন। নিজের ভুল স্বভাবের পরিবর্তন করুন।

মীন রাশি

রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এই রাশির ছেলে মেয়েরা জীবনে একাধিকবার উত্থান- পতন দেখেন। সে কারণে প্রেম জীবন এরা সুখের করতে বেশিই সতর্ক থাকেন। এদের প্রেম দ্রুত ভাঙে। সঙ্গীর কোনও ভুল দেখতে পেলে বিচ্ছেদ করতে চান এরা। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। 

 

আরও পড়ুন-

চলতি মাসে প্রেমের সম্পর্ক হবে উন্নত, প্রেম জীবনে ভালো সময় চলছে তিন রাশির

নববর্ষে বাড়িতেই করুন বাস্তু সংক্রান্ত এই পরিবর্তন, সারা বছরই আসতে থাকবে টাকা

নতুন বছরের দ্বিতীয় দিনে এই রাশিগুলির অসুবিধা বাড়তে পারে, থাকবে বুধ অস্তের প্রভাব

 

Share this article
click me!

Latest Videos

বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু