তৈরি হচ্ছে সংসপ্তক যোগ, আর্থিক লাভ হবে এই ছয় রাশির, দেখে নিন আর কার জীবনে আসবে পরিবর্তন

Published : Oct 13, 2023, 10:34 AM IST

শনি ও রাহু একসঙ্গে তৈরি হয়েছে সংসপ্তক যোগে। গ্রহের পরিবর্তে কারণ শুভ প্রভাব পড়ছে এই কয় রাশির ওপর। এখন শনিদেবের আশীর্বাদ পাবেন এই ছয় রাশির ছেলে মেয়েরা। সঙ্গে শুভ প্রভাব পড়বে বাকি সকল রাশির ওপর।

PREV
112

মেষ রাশি

নতুন কাজ শুরু করতে পারেন মেষ রাশি। এই সময় কর্মজীবনে সাফল্য পাবেন মেষ রাশির ছেলে মেয়েরা। ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করতে পারেন।

212

বৃষ রাশি

আর্থিক পরিস্থিতি উন্নত হবে বৃষ রাশির ছেলে মেয়েরা। চাকরিতে পরিবর্তন আসবে। আর্থিক লাভ হবে এই রাশির ছেলে মেয়েরা।

312

মিথুন রাশি

সংসপ্তক যোগে আর্থিক উন্নত হবে মিথুন রাশির। ব্যবসায় হবে লাভ। ধর্মীয় কাজে সময় কাটবে। বাবা-মা তারা সন্তানে খুশি হবে।

412

কর্কট রাশি

চাকরিতে পদোন্নতি হবে। আয় বাড়বে ও চাকরির পদে হবে উন্নতি। বাড়িতে অতিথি আসতে পারে। প্রেমের সম্পর্ক হবে উন্নত।

512

সিংহ রাশি

নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। সংসপ্তক যোগে আয় বৃদ্ধি পেতে পারেন। বড়দের আশীর্বাদ পেতে পারেন সিংহ রাশির ছেলে মেয়েরা।

612

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকার জন্য শুভ সময়। আর্থিক উন্নতি হবে এই সময়। তেমনই পেতে পারেন নতুন দায়িত্ব। পরিশ্রমের সুফল পাবেন এই রাশির ছেলে মেয়েরা। গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন।

712

তুলা রাশি

পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাত হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। তেমনই আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এই রাশির ছেলে মেয়েরা।

812

বৃশ্চিক রাশি

ব্যবসায় লাভবান হবেন বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। সম্পত্তি লেনদেন সংক্রান্ত কাজে সুফল পাবেন। পুরনো বিনিয়োগে লাভবান হবেন।

912

ধনু রাশি

অর্থ সংক্রান্ত ভালো খবর পেতে পারেন। কেরিয়ারে হবে উন্নতি। নিজের কাজ নিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন। শুভ সময়।

1012

মকর

চাকরিতে আসতে পারে শুভ পরিবর্তন। ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে। মকর রাশির ওপর পড়তে চলেছে শুভ প্রভাব।

1112

কুম্ভ রাশি

নতুন পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আদর্শ সময়। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটবে কুম্ভ রাশির ছেলে মেয়েদের।

1212

মীন রাশি

ভালো খবর পেতে পারেন এই যোগে। ভগবানের প্রতি ভক্তি বাড়বে। বাড়ি ও সম্পত্তি কেনার জন্য আদর্শ সময়। এই যোগ মীন রাশির ওপর প্রভাব পড়তে চলেছে মীন রাশির জীবনে।

click me!

Recommended Stories