আজ ভয়ঙ্কর দিন! না মানলেও প্রভাব পড়বে এই রাশিদের উপর, সূর্যগ্রহণের জন্য সাবধান না থাকলেই বিপদ

আজ ভয়ঙ্কর দিন! না মানলেও প্রভাব পড়বে এই রাশিদের উপর, সূর্যগ্রহণের জন্য সাবধান না থাকলেই বিপদ

Anulekha Kar | Published : Mar 29, 2025 9:26 AM
17

আজ বিশাল যোগ! জ্যোতিষশাস্ত্র অনুয়ায়ী আজ অনেক বড়দিন। এই বছরের প্রথম সূর্যগ্রহণ আজ। আজই পড়ছে শনিশ্চরি অমাবস্যা।

27

আড়াই বছর পরে নিজের ঘর বদল করছে শনিদেব। আড়াই বছর পরে মীন রাশিতে প্রবেশ করবে শনিগ্রহ। সূর্যগ্রহণের কারণে বেশ কয়েকটি রাশির উপরে প্রভাব পড়বে।

37

মেষ রাশির জাতক-জাতিকাদের এই গ্রহণের কারণে শুভ প্রভাব পড়বে। সমস্ত কাজে এইসময় এগিয়ে থাকবেন তাঁরা। চাকরি ও ব্যাবসাতেও প্রচুর উন্নতি হবে।

47

বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত সুখের হবে। পরিবারের লোকের সঙ্গে অত্যন্ত সুখে সময় কাটাবেন এই রাশির জাতক জাতিকারা।

57

মিথুন রাশির ব্যক্তিদের উপরে গ্রহণের খুব একটা বড় প্রভাব পড়বে না। একা একাই সব কাজ করে নেবেন এই রাশির জাতক জাতিকারা।

67

কর্কট রাশির জাতক জাতিকাদের উপর শুভ নয়, বরং মিশ্র প্রভাব পড়বে গ্রহণের। এই সময় অযথা টাকা পয়সা খরচ করা একেবারেই চলবে না।

77

কুম্ভ, মীন ও তুলা রাশির জীবনেও বেশ কিছু বদল আসতে চলেছে। আত্মবিশ্বাস বাড়বে ও প্রেমের সম্পর্ক আরও শুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos