একই রাশিতে ৫টি গ্রহ একসঙ্গে থাকলে তাকে পঞ্চগ্রহ রাশি বলা হয়। জ্যোতিষশাস্ত্রে পঞ্চগ্রহ নক্ষত্রের গুরুত্ব অনেক। মার্চের শেষে পঞ্চগ্রহ জোটের কারণে ৫টি রাশির জাতকদের জীবনে সমস্যা আসতে পারে। সেই রাশির জাতকদের কী কী সমস্যা হতে পারে, তা এখানে আলোচনা করা হল।