প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। তারপর একে একে আসে প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, কিস ডে, হাড ডে আর শেষে ভ্যালেন্টাইন্স ডে। রাত পোহালেই সেই বিশেষ দিন। এবার ভ্যালেন্টাইন্স ডে পালন করুন রাশি অনুসারে। জেনে নিন কী করবেন।
স্বভাবতই আপনি দায়িত্ববান ব্যক্তি। মেষ রাশির ছেলে মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এই বিশেষ দিনে সঙ্গীর জন্য কিছু পরিকল্পনা করুন। আপনার সৃজনশীল মনোভাবের বিকাশ করুন। এতে সম্পর্কে আসবে ইতিবাচক পরিবর্তন।
212
বৃষ (Taurus)
প্রেম বাড়াতে সঙ্গীকে চিঠি লিখতে পারেন। আপনার লেখা চিঠিতে তুলে ধরুন মনের ভাবনা। সঙ্গে ফুল উপহার দিন। যদি হাতে সময় থাকে তাহলে প্রেম দিবসে রোম্যান্টিক ডিনারের পরিকল্পনা করতে পারেন।
312
মিথুন (Gemini)
আজ ডেটিং এর পরিকল্পনা করতে পারেন। সঙ্গীর রাশি যদি হয় মিথুন, আর এখনও পর্যন্ত আপনাদের বিয়ে না হয়ে থাকলে সঙ্গীকে নিয়ে বেড়িয়ে পড়ুন অজানা ঠিকানায়। বাড়বে প্রেমের রঙ। সম্পর্ক হবে আরও গাঢ়। দিনটি একেবারে অন্য রকম করে তুলুন।
412
কর্কট (Cancer)
কর্কট রাশির চেলে মেয়েদের প্রকৃতির প্রতি আলাদা অনুভূতি থাকে। এমন স্থানে ঘুরতে যান যেখানে প্রকৃতির স্পর্শ পাবেন। এতে মন হয়ে ওঠবে আরও ভালো। তেমনই রোম্যান্টিক ভাবে দিন কাটবে। সম্পর্কের প্রতি আরও যত্নশীল হন। এমন যত্নশীল আচরণ কর্কট রাশির ছেলে মেয়েরা অধিক পছন্দ করে থাকেন।
512
সিংহ (Leo) এবছরের ভ্যালেন্টান্স ডে সিংহ রাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনি যদি এখনও সিঙ্গেল হন তাহলে ডেটিং অ্যাপে এই বিশেষ দিনে কাউকে খুঁজে পেতে পারেন। এই দিনটি উত্তেজনা পূর্ণ ভাবে কাটবে। তেমনই সিংহ রাশির ছেলে মেয়েদের রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন।
612
কন্যা (Virgo) ভালোবাসা দিবসটি আরও স্পেশ্যাল করতে চাইলে কন্যা রাশির ইচ্ছেকে প্রাধান্য দিন। এরা ছোট ছোট জিনিসে আনন্দ পায়। এদের পছন্দের কিছু করে ফেলুন। আর সম্পর্কের প্রতি আরও যত্নশীল হন। তেমনই আপনার রাশি কন্যা হলে আপনিও সঙ্গীর প্রতি নিজের মনের ভাব ব্যক্ত করুন এই দিনে।
712
তুলা (Libra) আজ পুরনো স্মৃতি চারণের মাধ্যমে গাঢ় করুন ভালোবাসা। তুলা রাশির ছেলে মেয়েরা মনের অনুভূতি ভাগ করতে ও ভালোবাসা নিয়ে কথোপকথন পছন্দ করেন। ভ্যালেন্টাইন্স ডে-তে একান্তে সময় কাটাতে পারেন। এতে সম্পর্ক হবে আরও রঙিন। মেনে চলুন এই বিশেষ টিপস।
812
বৃশ্চিক (Scorpio) বৃশ্চিক রাশির মন পেতে হলে কিংবা বৃশ্চিক রাশির সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চাইলে এই বিশেষ দিনে কোনও সারপ্রাইজ প্ল্যান করতে পারেন। বিবাহিত হন আর অবিবাহিত- এই প্ল্যান বেশ কাজে আসবে। এই দিন মনের অনুভূতি ভাগ করে নিন। একেবারে নতুন ভাবে দিন কাটান।
912
ধনু (Sagittarius) ধনু রাশির মন পেতে আজ ভ্রমণের পরিকল্পনা করেন ফেলুন। একটি রোম্যান্টিক সন্ধ্যার পরিকল্পনা করতে পারেন। জীবনের সকল সমস্যা ভুলে এক সঙ্গে সময় কাটান। আনন্দ করে কাটান ভ্যালেন্টাইন্স ডে। এতে সম্পর্কে আসবে নতুন মোড়।
1012
মকর (Capricorn) ওভার দ্য টপ বা ব্যয়বহুল কিছু নয় বরং মকর রাশির মন পেতে তার পছন্দের কিছু তাকে উপহার দিন। ডেটিং এর পরিকল্পনা করুন। তার পছন্দের স্থানে ঘুরতে যান। দেখবেন বাড়বে আপনার প্রেম। দিনটি একেবার স্পেশ্যাল করে তুলুন। সম্পর্কে আসবে নতুন মোড়। মকর রাশির জন্য এই ভালোবাসার দিনটি খুবই গুরুত্বপূর্ণ।
1112
কুম্ভ (Aquarius) নিজের সৃজনশীল মানসিকতার প্রকাশ করুন। আয়োজন করুন নতুনত্ব কিছু। অধিক ব্য়য় করার প্রয়োজন নেই। ছোট ছোট জিনিসেও সম্পর্কে আসতে পারে পরিবর্তন। কুম্ভ রাশির ছেলে মেয়েদের আপনার প্রতি আকৃষ্ট করতে ও সম্পর্কে প্রেম গাঢ় করতে নতুনত্ব কিছু করে ফেলুন।
1212
মীন (Pisces) আজ সঙ্গীকে চিঠি দিতে পারেন। তার রাশি মীন হলে এটি সেরা অপশন। চিঠিতে মনের কথা ব্যক্ত করুন। চিঠিতে জানান আপনি তাকে কতটা ভালোবাসেন। এমন প্রেম পত্র মীন রাশির মন কাড়বে। আপনার প্রতি আরও আকৃষ্ট হবে সে। সম্পর্কে আসবে ইতিবাচক পরিবর্তন। এই বিশেষ কাজ করুন ভ্যালেন্টাইন্স ডে-তে। এতে সম্পর্কে আসবে ইতিবাচক পরিবর্ত।