সংসারে সমৃদ্ধি বাড়ানোর জন্য গণেশের মূর্তি রাখেন অনেকেই, কিন্তু সিদ্ধিদাতাকে ঠিক কীভাবে রাখলে তবেই ফিরবে সৌভাগ্য?
ভগবান গণপতির মূর্তি যেকোনওভাবে বাড়িতে রেখে দিলেই হল না। সঠিক নিয়ম মেনে না রাখলে হতে পারে বড়সড় বিপত্তি।
Web Desk - ANB | Published : Mar 11, 2023 11:56 AM IST / Updated: Sep 18 2023, 11:52 AM IST
গণেশ হলেন সমৃদ্ধি, সৌভাগ্য এবং সাফল্যের দেবতা। তাঁকে ঘরে অধিষ্ঠান করে সৌভাগ্য ফেরানোর আশা করেন বহু মানুষ।
কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রেই সকলে যেটা মিস করেন, সেটা হল গণেশের মূর্তিকে ঠিক জায়গায় সঠিক নিয়ম মেনে প্রতিষ্ঠা করা।
বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য রঙের তুলনায় গণেশ দেবতার মূর্তি সবসময় সাদা রঙের হওয়া উচিত।
যদি আপনার বাড়িতে সাদা রঙের মুর্তি না থেকে থাকে, তাহলে শুধুমাত্র সাদা রঙের ছবিও দেওয়ালে সাঁটিয়ে বা টাঙ্গিয়ে রাখলে কিছুদিনের মধ্যেই আপনি সুফল বুঝতে পারবেন।
সবসময় মনে রাখতে হবে যে, মূর্তি রাখুন, অথবা ছবি, গণেশ যেন বাড়ির বাইরের দিকে মুখ করা থাকে। অর্থাৎ, দরজা দিয়ে ঘরে ঢুকলেই যেন আপনি গণেশের মুখ দেখতে পান।
এরপর প্রশ্ন আসে যে, গণেশের অভিমুখ কোন দিকে হওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, বাড়ির পূর্ব বা পশ্চিম দিকে গণেশ মূর্তি স্থাপন করা উচিত।
বাড়ির উত্তর-পূর্ব কোণ হল গণেশ মূর্তি স্থাপনের জন্য সেরা অবস্থান।
যদি আপনার বাড়ির উত্তর-পূর্ব কোণে জায়গা না থাকে, তাহলে এমন জায়গায় গণেশের মূর্তি রাখুন, যাতে আপনি প্রার্থনা করার সময় আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে থাকে।
কখনও ভুলেও বাড়ির গণেশের মূর্তিকে দক্ষিণ দিকে মুখ করিয়ে রাখবেন না।
বাড়ির শৌচালয়ের সাথে যেন কোনওভাবেই গণেশের মূর্তির যোগ না থাকে। অর্থাৎ, শৌচালয়ের দিকে মুখ করে অথবা, শৌচালয়ের দেওয়ালের সাথে যেন মূর্তি বা ছবি লাগানো না থাকে।
চেষ্টা করবেন নিজের শোওয়ার ঘরে গণপতির প্রতিমা না রাখার। বিশেষজ্ঞরা এমনই পরামর্শ দিয়ে থাকেন।
যদি একান্তই কোনও উপায় না থাকে, তাহলে শোওয়ার ঘরে উত্তর-পূর্ব দিকে রাখুন। বাস্তু অনুসারে, মানুষের পা কোনওভাবেই প্রতিমার সামনে আসা উচিত নয়।
আম, পিপুল বা নিম কাঠ দিয়ে তৈরি গণেশের মূর্তি সৌভাগ্য এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে।
তবে, বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, গোবর দিয়ে তৈরি সিদ্ধিদাতার মূর্তিগুলি মানুষের দুঃখ দূর করে এবং ইতিবাচক মনোভাবকে আকর্ষণ করে।
স্ফটিক দ্বারা তৈরি গণেশের মূর্তিগুলি সমস্ত বাস্তু দোষ দূর করে এবং জীবনকে আমূল বদলে দেয়।
হলুদ দিয়ে তৈরি গণেশ মূর্তিগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
ভগবান গণেশকে প্রত্যেকদিন একবাটি করে চাল অর্পণ করলে সেটা দারুণ নৈবেদ্য হিসেবে গণ্য হয়।
মূষকবাহনকে সবসময় ঘরের কোনও উঁচু জায়গায় রাখা উচিত। তাহলে সহজেই ঘরের দুর্দশা দূর হবে।