শনির ঘরে শুক্রের উদয়, ব্যাপক ধন-সম্পত্তি-টাকা বাড়ছে তিন রাশির, দেখে নিন তালিকা কে কে

Published : Jan 31, 2026, 04:23 PM IST

ফেব্রুয়ারি মাসে শনির ঘর মকরে শুক্র উদিত হতে চলেছে, যা তিন রাশির জীবনে বিশাল উন্নতি আনবে। এই গ্রহের প্রভাবে মীন, বৃষ এবং মিথুন রাশির জাতকদের কেরিয়ার, ব্যবসা ও ব্যক্তিগত জীবনে সৌভাগ্য আসতে চলেছে।

PREV
15

ধন ও বৈভবের দেবতা শুক্র একটি নির্দিষ্ট সময় রাশি পরিবর্তন করে থাকে। যার ফলে জাতক-জাতিকার জীবনে সু ও কুপ্রভাব বিস্তার লাভ করে। যখন শুক্র রাশি পরিবর্তন করে থাকে তখনই কোনও না কোনও প্রভাব বিস্তার করে। শাস্ত্র মতে, ফেব্রুয়ারি মাসে উদিত হতে চলেছে শুক্র।

25

শনির ঘর মকরে বন্ধু শুক্র উদিত হবে। এর ফলে জাতক জাতিকার জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে। কেরিয়ার বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে তিন রাশির জীবনে। দেখে নিন তালিকায় কে কে।

35

শাস্ত্র মতে, মীন রাশির জাতক-জাতিকা শুক্রের উদয়ে অত্যন্ত পরিমাণে লাভের মুখ দেখবেন। নতুন করে জীবন শুরু করতে পারবেন। শুক্রের উদয় লাভের লাভ হবে বৃহস্পতিবার রাশির। সব থেকে ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন। নতুন করেত জীবন শুরু করতে পারবেন।

45

বৃষ রাশির জীবনে আসতে চলেছে বদল। শুক্রের উদয়ে ফলে এই রাশির জীবনে আসতে চলেছে বদল। দেশ বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন। বাড়িতে ধার্মিক বা মাঙ্গলিক কাজে বিশেষ গতি আসবে। জীবনের নানান সমস্যা সমাধান হবে। সুখের দিন আসতে পারে।

55

মিথুন রাশির জীবনে আসতে চলেছে বদল। জীবনে সব থেকে ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক-জাতিকা, বুদ্ধিদাতা বুধের কৃপার সঙ্গে সঙ্গে শুক্রের কৃপাও পাবেন। কেরিয়ার, ব্যবসায় হবে উন্নতি। চাকরি ও ব্যবসায় বিশাল উন্নতি হবে।

Read more Photos on
click me!

Recommended Stories