ষষ্ঠ মাসে শনি গ্রহকে তুষ্ঠ করা জরুরি। সন্তানের ওপর যাতে শনিরা আশীর্বাদ থাকে তার জন্য এই মাসে নীল, ধূসর আর কালো রঙের পোশাক পরুন। এই সময় শনিদেবের পুজো করুন। প্রতি শনিবার দরিদ্রদের কিছু দান করলে শনি দেবের আশীর্বাদ পাওয়া যায়। ষষ্ঠ মাসে পাখিদের খাবার দিতে পারেন।