বুড়ো আঙ্গুলের ঠিক নিচে লিখুন নম্বর, কয়েক দিনের মধ্যেই পকেট ভরবে টাকায়! জেনে রাখুন এই ম্যাজিক্যাল নম্বর

Published : Jun 24, 2024, 08:23 AM ISTUpdated : Jun 24, 2024, 08:51 AM IST
palmistry

সংক্ষিপ্ত

নিউমেরোল়ির এই টোটকা কাজে লাগিয়ে করেক দিনের মধ্যেই বহু মানুষ সহজেই খুব খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠেছেন। আজ আপনাদের জানাবো সেই ম্যাজিক টোটকা। 

আমাদের প্রত্যেকের জীবনেই এই ঘটনা ঘটেছে যে, হঠাৎ করেই কিছু টাকার প্রয়োজন, হয়তো সেই সময় হাতে টাকা থাকে না। তখন একমাত্র কাজ হয় সঞ্চয়ে হাত পড়ে নাহলে ধার, যে কোনও একটা কাজ করতে হয়। কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমন এক ভিডিও-র বিষয়ে কথা বলবো, যা বহু মানুষের উপকার করেছে। নিউমেরোল়ির এই টোটকা কাজে লাগিয়ে করেক দিনের মধ্যেই বহু মানুষ সহজেই খুব খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠেছেন। আজ আপনাদের জানাবো সেই ম্যাজিক টোটকা।

যদি কখনও হঠাৎ করেই অর্থের প্রয়োজন বাম-হাতের ঠিক বুড়ো আঙ্গুলের নীচে লিখুন এই নম্বর- '879'। আর এই নম্বরটি অবশ্যই লিখতে হবে সবুজ রঙ দিয়ে। বাম হাতের বুড়ো আঙ্গুলের নীচে সবুজ কালি দিয়ে লিখুন এই নম্বর। কয়েক দিনের মধ্যেই আপনার প্রয়োজনী টাকার অঙ্ক, যে ভাবেই হোক আপনি পেয়ে যাবেন। একথা এশিয়ানেট বাংলা বলছে না, এই কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে, একজন বিখ্যাত সংখ্যাতত্ত্ববিদ জানিয়েছেন।

প্রতিদিন যতদিন না টাকা পাচ্ছেন, বাম হাতে এই নম্বর ঘুম থেকে উঠেই লেখার অভ্যাস করে ফেলুন। এছাড়া যারা ব্যবসায়ী যাদের খদ্দের হচ্ছে না বা ব্যাবসায় আয় নেই, তাঁদের জন্যেও রয়েছে একটি রামবাণ টোটকা, তর্জণীর ঠিক নিচে সবুজ রঙ-এর কালি দিয়ে লিখুন '15' নম্বর, এবং তারপর এর চারপাশে গোল করে দিন, ঠিক ছবিতে যেমনটা আছে। এটাও প্রতিদিন সকালবেলা ব্যবসায়ের কাজ শুরু করার আগে লিখতে হবে। তারপর থেকে দেখুন ম্যাজিক। আপনার পরিবারের কোনও সদস্য বা কোনও বন্ধুর যদি আর্থিক সমস্যা থাকে তাকে অবশ্যই এই প্রতিবেদনটি শেয়ার করে দিন, তিনি সারাজীবন আপনাকে মনে রাখবেন।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল