পুজোর সুপারি ব্যবহারে ফিরতে পারে অর্থভাগ্য, জানলে অবাক হবেন

Published : Feb 01, 2020, 08:39 AM ISTUpdated : Feb 15, 2020, 11:48 AM IST
পুজোর সুপারি ব্যবহারে ফিরতে পারে অর্থভাগ্য, জানলে অবাক হবেন

সংক্ষিপ্ত

  লক্ষ্মীপুজোয় আমরা প্রত্যেকেই সুপারি ব্যবহার করে থাকি যেখানে টাকা পয়সা থাকে সেখানে সুপারি রাখলে অর্থবৃদ্ধি ঘটে শাস্ত্র মতে সুপারি দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে ব্যবসাতেও সার্বিক উন্নতি, বৃদ্ধি, আর্থিক মন্দা থেকেও লাভ পাওয়া যায়

আপনার কি আর্থিক সমস্যা চলছে। অনেক টাকা উপার্জন করছেন কিন্তু কোনওভাবেই টাকা ধরে রাখতে পারছেন না। এই  নিয়েই নাজেহাল আপনি। কিন্তু সামান্য একটি ছোট্ট জিনিস যা আমরা ঘরের পুজোয় ব্যবহার করে থাকি তাতেই ফিরতে পারে আপনার অর্থভাগ্য। পুজোয় সুপারি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আর এই সুপারিতেই ফিরতে পারে আপনার অর্থভাগ্য কিন্তু কীভাবে। জেনে নিন।

আরও পড়ুন-শনিবার সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল...

লক্ষ্মীপুজোয় আমরা প্রত্যেকেই সুপারি ব্যবহার করে থাকি। শুধু সুপারি নয়, পান-সুপারির চল রয়েছে লক্ষ্মীপুজোয়। এতে লক্ষ্মীদেবী সুপ্রসন্ন হয়।  শাস্ত্রমতে, যেখানে টাকা পয়সা থাকে সেখানে যদি সুপারি রেখে দেওয়া হয় তাহলে দেবী প্রসন্ন হন এবং অর্থাবৃদ্ধিও ঘটে।  জ্যোতিষ মতে, একটি সবুজ কাপড়ের মধ্যে আতপ চাপ, কাঁচা হলুদ, ও সুপারি রেখে দিলে ব্যবসায় উন্নতি হয়। যারা গণেশের পুজো করেন তারা যদি পুজোর সময় সুপারি ব্যবহার করেন তাহলেও ভাল ফল পাওয়া যায়।

আরও পড়ুন-পুজোর অপরিহার্য উপাদান বেল পাতা, কেন সব পুজোয় ব্যবহৃত হয় জানুন এর গুরুত্ব...

জ্যোতিষ মতে সুপারির অনেক গুণ রয়েছে। শাস্ত্র মতে মনে করা হয়,  এই সুপারি দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে। এছাড়া ব্যবসাতেও সার্বিক উন্নতি, বৃদ্ধি, আর্থিক মন্দা থেকেও লাভ পাওয়া যায়। এবং শুধু তাই নয়, মানসিক শান্তিও বজায় থাকে। আপনি যদি সুপারি ব্যবহার না করে থাকেন, তবে এখন থেকেই আর্থিক সমস্যা কাটাতে, আর্থিক উন্নতিতে এবং সাংসারিক সুখ-সমৃদ্ধি বজায় রাখতে সুপারি ব্যবহার করুন।


 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: বাড়িতে বিয়ের কথা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Daily Horoscope: কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল