বাড়িতে এই ঠাকুরের মূর্তি রাখেননি তো, ঘটতে পারে অমঙ্গল

নিজের অজান্তেই এমন কিছু দেবদেবীর মূর্তি আমরা বাড়িতে রাখি যা রাখাটা একদমই উচিত নয়। এতে হিতের বিপরীত হতে পারে।

ঠাকুরঘর (Prayer Room) বা বাড়ির প্রার্থনা স্থল পবিত্র স্থান (Holy Place)। সেখানে অশুভ শক্তির (Negative Energy) কোনও জায়গা নেই। তবে নিজের অজান্তেই এমন কিছু দেবদেবীর মূর্তি (idols) আমরা বাড়িতে রাখি যা রাখাটা একদমই উচিত নয়। এতে হিতের বিপরীত হতে পারে। শুধু ঠাকুরের ছবি নয় পুজোর এমন কিছু সামগ্রী রয়েছে যেগুলি বাড়িতে রাখা উচিত নয়। বাড়ির সবাইকে ভালো রাখতে এবং সুখ শান্তি বজায় রাখতে আমরা নানা দেব দেবীর পুজো করি ঠিকই, তবে ভুল হয়ে যেতে পারে নিজের অজান্তে। 

Latest Videos

১) ঠাকুর ঘরে কোনো ঠাকুরের তিনটি মূর্তি রাখলে খারাপ সময়ের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয়। তাই ভুল করেও ঠাকুর ঘরে কোনো ঠাকুরের তিনটি মূর্তি একসাথে রাখবেন না।

২) কৃষ্ণের মূর্তির সাথে রাধা বা রুক্মিণী আর গণেশের মূর্তিতে তার সাথে তার দুই স্ত্রী বর্তমান থাকলে সেই মূর্তি বাড়িতে না রাখাই ভালো। এতে বিবাহ জীবনে কলহ সৃষ্টি হতে পারে।

৩) ভাঙ্গা প্রদীপ এবং শুকনো ফুল বাড়িতে রাখলে আর্থিক সমস্যা বেড়ে যায়। তাই ভুলেও এই দুটো জিনিস বাড়িতে রাখবেন না। আপনার বাড়ির তুলসী গাছ যদি মারা যায় তাহলে গঙ্গায় দিয়ে আসুন। বাড়িতে ফেলে রাখবেন না।

৪) শিবলিঙ্গ শুধু বাড়িতে রাখলেই হয় না। এর কিছু নিয়মও পালন করতে হয়। কিন্তু ব্যস্ত জীবন যাপনের মধ্যে সেই নিয়ম পালন করা হয়না। আর এতেই হতে পারে বিপদ। তাই যদি নিয়ম পালন করতে পারেন তবেই শিবলিঙ্গ বাড়িতে রাখুন আর নয় তো রাখবেন না।

৫) ভাঙ্গা মূর্তি পূজা করা হলে শুভ হওয়ার বদলে অশুভ হয়ে যায়। তাই এই ব্যাপারে সাবধান থাকুন।

"

Share this article
click me!

Latest Videos

ফের বড়সড় অভিযানে ইডি! একাধিক ঠিকানায় একযোগে ইডির হানা! দেখুন | ED Raid Today
‘পুলিশ না থাকলে তৃণমূলকে কেউ ভয় পেতো না’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ সুকান্তর! দেখুন কী বললেন | Sukanta M
‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
'আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল' চিৎকার সঞ্জয় রায়ের | Sanjay Roy | RG Kar Case
‘পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষমতা এবার দেখবে তৃণমূল’ তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর! | Suvendu Adhikari