পরিবারকে সুস্থ রাখতে চান, বাস্তু মতে মেনে চলুন এই নিয়মগুলি

  • দিনের কিছুটা সময় খোলা আকাশের নীচে সময় কাটান
  • বেডরুমে ঘড়ি বন্ধ হয়ে গেলে তা চালু করার চেষ্টা করুন
  • কখনওই খাবার নষ্ট করবেন না, এতে সংসারের অমঙ্গল হয়
  • সূর্যের আলো ঘরে ঢুকলে পজিটিভ এনার্জি প্রবেশ করে

Riya Das | Published : Dec 7, 2019 3:16 AM IST

পরিবারকে সুস্থ রাখতে, পরিবারকে ভাল রাখতে কে না চায়। প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো পরিবারকে ভাল রাখার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু মাঝে মাঝে অনেক সম্ভব জিনিসও অসম্ভব হয়ে যায়। কারণ পরিবারের মধ্যে বাস্তু দোষ থাকলে তা কখনওই সম্ভব হয় না। বাস্তু দোষের কারণে সুখ শান্তি তো পরিবারে থাকে না, বরং তার বদলে পরিবারে নানা অশান্তির সৃষ্টি হয়। যা পরিবারের জন্য অত্যন্ত খারাপ। নিজের পরিবারকে ভাল রাখতে বাস্তু দোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি।

আরও পড়ুন-খারাপ সময় আসতে চলেছে, ইঙ্গিত দেয় এই স্বপ্নগুলি...

বেডরুমে ঘড়ি বন্ধ হয়ে গেলে তা চালু করার চেষ্টা করুন।  কারণ বন্ধ ঘরে কখনওই গৃহস্থ থাকা উচিত নয়। কারণ ঘড়ি বন্ধ মানে নিজের ভাগ্য থেমে যাওয়া।

কখনওই খাবার নষ্ট করবেন না। এতে সংসারের অমঙ্গল হয়। খাওয়া হয়ে গেলে সর্বদা খাওয়ার প্লেট ধুয়ে রাখুন।

দিনের কিছুটা সময় খোলা আকাশের নীচে সময় কাটান। এতে যেমন একঘেয়েমি কাটবে তেমনি মনও ভাল লাগবে।

আরও পড়ুন-বিয়ের আগে কীভাবে বাস্তুদোষ কাটাবেন, জেনে নিন এখনই...

সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘরের দরজা-জানলা সব খুলে দিন। সূর্যের আলো ঘরে প্রবেশ করলে পজিটিভ এনার্জি প্রবেশ করে। তা পরিবারের শান্তি ফিরে আসে।

বাড়ির বাথরুম সর্বদা পরিষ্কার রাখুন। বাড়ির বাথরুম কখনওই খুলে রাখবেন না।

বাড়ির বেডরুম সবসময় যতটা পারবেন পরিস্কার, পরিচ্ছন্ন রাখুন। এতে ঘরের ফ্রেশনেস বজায় থাকবে।  


 

Share this article
click me!